শিরোনাম

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকে জয় করে একাধিক সিরিজে ক্রিকেট নিয়ে ব্যস্ত হচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] করোনাভাইরাসের প্রকোপে প্রায় ৪ মাস বন্ধ ছিলো ক্রিকেট। কিছুটা হলেও করোনার ভীতি কাটিয়ে ক্রিকেটাঙ্গনে আলো ফিরিয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ আয়োজন করেছে। মাঠে গড়িয়েছে ক্রিকেট। বৃষ্টিবিঘিœত প্রথম টেস্টের ২ দিন অতিবাহিতও হয়েছে।

[৩] প্রথম টেস্টের ৩য় দিন মাঠে গড়ায়নি। এরই মধ্যে আয়ারল্যান্ড সিরিজের জন্য ইসিবি তাদের ওয়ানডে দল ঘোষনা করেছে। যেখানে সুখবর পেয়েছেন মঈন আলি ও জনি বেয়ারস্টো। টেস্টে প্রথম ইনিংসে সর্বোচ্ছ দুই রান সংগ্রাহক, অধিনায়ক বেন স্টোকস ও জশ বাটলার রঙিন পোশাকে বাদ পরেছেন।

[৪] রঙিন পোশাকে ইয়ন মরগানের নেতৃত্বে ২৪ সদস্যের নতুন দল সাজিয়েছে ইসিবি। আগামী ২৮ জুলাই ক্যারিবিয়ানদের বিপক্ষে সাদা পোষাকের সিরিজ শেষ হওয়ার পর একদিন বিরতি দিয়েই আয়ারল্যান্ড মিশন শুরু হবে ইংলিশদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ৪ আগস্ট। আবার ১ দিন বিরতি দিয়ে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্টিত হওয়ার কথা।

[৫] সব মিলিয়ে ইংলিশরা প্রায় পুরো বছরেরই সূচী নির্ধারণ করে ফেলেছে। যেটা ক্রিকেটপ্রেমীদের মনে দারুন আশা জাগিয়েছে। পাশাপাশি অন্যান্য বোর্ডও ক্রিকেট ফেরাতে দারুন মনোযোগী হয়ে উঠেছে। ঘরোয়া ক্রিকেট দিয়ে বাংলাদেশেও ক্রিকেট মাঠে গড়ানোর সম্ভবনা রয়েছে। যদিও এখনো সবমহলে আলোচনাতেই সীমাবদ্ধ রয়েছে। কোনো সিদ্ধান্তে পৌছতে পারেনি কেউ। শ্রীলঙ্কাও ছোট্ট পরিসরে একটি টূর্ণামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। যেটির সবকিছু সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। কেবল নির্ধারিত সময় অনুযায়ী খেলা মাঠে গড়ানোর অপেক্ষা।

[৬] আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ২৪ সদস্যের ওয়ানডে স্কোয়াডঃ ইয়ন মরগান, জেসন রয়, মঈন আলি, আদিল রশিদ, সাকিব মাহমুদ, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, হেনরি ব্রæকস, ব্রাইডন কার্সে, টম কারান, ডেভিড উইলি, লরি ইভান্স, লিয়াম ডওসন, বেন ডাকেট, রিচার্ড গ্লিনসন, স্যাম হেইন, লুইস গ্রেগরি, টম হেম, ম্যাথু পার্কিনসন, রিচ টপলে, ফিল সল্ট, জেমস ভিঞ্চি, লিয়াম লিভিংস্টোন।
-দ্যা টেলিগ্রাফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়