শিরোনাম

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছবি সরিয়ে ফেলায় ফিলিস্তিনি বংশোদ্ভূত ডাচ সুপার মডেল বেলা হাদিদের কাছে ক্ষমা চাইলো ইনস্টগ্রাম

সিরাজুল ইসলাম : [২] তার বাবার জন্মস্থানের পাসপোর্টসহ ছবিটি সরিয়ে ফেলায় কঠোর সমালোচনা করেন হাদিদি। আলজাজিরা

[৩] মার্কিন সংবাদ মাধ্যম পেজ সিক্স’কে ইনস্টগ্রামের মূল কোম্পানি ফেসবুকের মুখপাত্র বলেন, ছবিটি তারা সরায়নি। গোষ্ঠীগত গোপনীয়তা রক্ষার্থে তারা মানুষের ব্যক্তিগত তথ্য যেমন পাসপোর্ট দেখানো বন্ধ করেন। এ কারণে ছবিটি লোকজন দেখতে পারছে না। ছবিটি সরানো হয়নি। তারা ছবিটি রিস্টোর করেছেন এবং বেলার কাছে ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।

[৪] ২৩ বছর বয়সী বেলা হাদিদি অভিযোগ করেন, তাকে অযথা ভয় দেখানো হচ্ছে। মার্কিন রিয়েল স্টেট মোগল মোহাম্মদ হাদিদিরি পাসপোর্ট তার ৩১.৫ মিলিয়ন অনুসারী দেখেছেন। ইনস্টাগ্রামের পাঠানো মেসেজের স্কিন শর্ট শেয়ার করেন বেলা। মঙ্গলবার তিনি বলেন, ইনস্টগ্রামে আমরা ফিলিস্তিনি পরিচয় দিতে পারবো না? এটা আমার প্রতি অবিচার। আপনি মানুষকে চুপ করাতে ছবি মুছে ফেলতে পারেন না। আরেকটি পোস্টে তিনি অনুসারীদের তার বাবার জন্মস্থানের নাম লেখতে বলেন। অনেকেই তার বাবার রিস্টোর করা ছবিটি পুনরায় শেয়ার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়