শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাহারা খাতুনের মৃত্যুতে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতির শোক

ইয়াসিন আরাফত:[২] বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, এডভোকেট সাহারা খাতুন এমপির মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম।

[৩] [৩] শুক্রবার সকালে এক শোকবার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জননেতা সাহারা খাতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এবং বিশেষ করে ১/১১ এর ষড়যন্ত্র রুখে দিতে ও তৎকালীন সময়ে কারারুদ্ধ থাকা জননেত্রী শেখ হাসিনাকে আইনি সহায়তা প্রদানে ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। সাহারা খাতুন আজীবন কাজ করে গেছেন দেশ ও দলের জন্য। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনীসহ সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন।"

[৪] ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

[৫] ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৯ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ মিনিটে সাহারা খাতুন শেষ নিশ্বাস ত্যাগ করেন।

[৬] উল্লেখ্য-জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য ২৪ জুন চিকিৎসকরা সাহারা খাতুনকে বিদেশ নেওয়ার পক্ষে মত দিলে গত সোমবার (৬ জুলাই) এয়ার অ্যাম্বুলেন্স তাকে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যাওয়া হয়। ওই দিন বিকেল ৪টার দিকে তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়