শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. আরমান রহমান: কোভিড-১৯ রোগ সেরে যাওয়ার পরে পিসিআর টেস্ট পজিটিভ এলে কী করবেন?

ড. আরমান রহমান, এমবিবিএস, এমপিএইচ, পিএইচডি, ডাবলিন, আয়ারল্যান্ড থেকে : গতমাসে কানাডার মন্ট্রিয়েলে এক নারীর সন্তান হওয়ার সময় করোনা টেস্ট পজেটিভ আসে, পরে তারা সন্তানটি আলাদা রেখে মায়ের করোনা টেস্ট করে দেখছিল কখন তার পিসিআর টেস্ট নেগেটিভ আসে, তাহলে সে সন্তানের কাছে ফেরত যেতে পারবে। এর মধ্যে সে শুধু ফেস টাইমে দূর থেকে সন্তানটিকে দেখতে পাচ্ছিলো, আইসোলেশন থাকার কারণে সে সন্তানটিকে তার কাছে নিতে পারছিল না। কিন্তু যখন ৫৫ দিন পরেও তার পিসিআর টেস্ট পজেটিভ আসতে থাকলো, তখন হাসপাতালে সবার টনক নড়ল -এই পিসিআর টেস্ট পজেটিভের মানে কী?

একাধিক পরীক্ষায় দেখা গেছে, করোনাভাইরাস আক্রান্ত একজন মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরেও তার শরীরে নাকের ভেতরে সোয়াব থেকে নেওয়া স্যাম্পলে মৃত ভাইরাসের কণিকা পাওয়া যায়। এই মৃত ভাইরাস কণিকা যেসব সেলের ভেতর থাকে, সোয়াবে সেসব সেল থেকে নমুনা নিয়ে পিসিআর টেস্ট করলে এইসব ছিন্ন ভিন্ন ভাইরাস কণিকার থেকেও পিসিআর টেস্ট পজিটিভ আসতে পারে।

এর মূল কারণ হচ্ছে একজন করোনা আক্রান্ত মানুষ কি জীবিত ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে অন্য মানুষকে সংক্রামিত করছে নাকি ভালো হয়ে গিয়ে ভাইরাসের ধ্বংসাবশেষ নিয়ে আছে। পিসিআর টেস্টের তা আলাদা করে বলার ক্ষমতা নেই। ডাব্লিউএইচও এবং সিডিসি আটলান্টার বিজ্ঞানীরা বলছেন, এক. একজন করোনা আক্রান্ত মানুষকে লক্ষণ শুরু হওয়ার দশ দিন পরে ধরে নিতে হবে সে ভাল হয়ে গেছে এবং ভাইরাস সংক্রমণ করছে না।

দুই. সেরে যাওয়ার পরে তিন দিন সম্পূর্ণ লক্ষণ মুক্ত আছে। ধরেন একজন মানুষ অসুখ শুরু হওয়ার ৬ষ্ঠ দিনে ভাল হয়ে গেলো, তাহলে সে আরো তিন দিন বাসায় থেকে দশম দিনে কাজে ফিরে যেতে পারবে। কোনো কারণে যদি সম্পূর্ণ সুস্থ হতে বারো দিন লেগে যায়, তাহলে তাকে আরো তিন দিন বাসায় আইসোলেশন থেকে তারপর কাজে ফিরে যেতে বলা হয়েছে। কাজেই একজন করোনা রোগী ভালো হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন তার পিসিআর টেস্ট পজেটিভ এলে সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। করোনা রোগ সেরে যাওয়ার পরে পিসিআর টেস্ট পজেটিভ এলে কী করবেন?

  • সর্বশেষ
  • জনপ্রিয়