শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের সাথে কিমের বৈঠক নাও হতে পারে জানালেন তার বোন

রাশিদ রিয়াজ : [২] উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন কিম ও ট্রাম্পের বৈঠক এবছর নাও হতে পারে। এ বিষয়ে আমরা জানি না। কোরিয়ার সরকারি মিডিয়া কেসিএনএ’কে তিনি এ তথ্য জানান। তিনি বলেন যদি ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হয় তাহলে তা যুক্তরাষ্ট্রের পক্ষেই যাবে। স্পুটনিক

[৩] গত বছর ফেব্রুয়ারিতে হ্যানয় সামিটের পর ওয়াশিংটন ও পিয়ংইয়ং’এর মধ্যে পারমানবিক শক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা দেখা গেলেও তা শেষ পর্যন্ত হয়নি। কারণ ওয়াশিংটন পিয়ংইয়ংএর পক্ষ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যান করে।

[৪] মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আগে ট্রাম্প ও কিমের মধ্যে আলোচনা আদৌ হচ্ছে কি না এ নিয়ে মিডিয়ার জল্পনা কল্পনার মধ্যে গত সোমবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কোনো ইচ্ছা দেশটির নেই। ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট মোকাবেলায় পিয়ংইয়ংয়ের সংলাপকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করার ইচ্ছা রয়েছে ট্রাম্প প্রশাসনের।

[৫] যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা শুরু হওয়ার পর পিয়ংইয়ং তার স্বল্প ও মাঝারি-দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কোনো বাস্তব পদক্ষেপ না নেয়ায় এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ফের শুরু করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়