শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবু হাসান শাহরিয়ার: উদ্বাস্তু

আবু হাসান শাহরিয়ার: বিশ্বাসঘাতকতা একটি যৌথসম্পাদনা। এই কৃত্যে দুই সম্পাদক— যে করে এবং যার সঙ্গে করে। এ কারণে মা ছাড়া আর কাউকে ষোলো আনা বিশ্বাস করতে নেই। করলে সুদাসলে আঠারো আনা ঠকার আশঙ্কা আছে। মায়ের মৃত্যু হলে সবার জীবন থেকে বিশ্বাসের পাঠ শতমূলে চুকে যায়। যাদের চোকে না, তারা বুদ্ধিপ্রতিবন্ধী; তাই ধর্তব্যে পড়ে না। একরৈখিক বিশ্বাস কত নৃশংস— ধর্মান্ধদের আচরণ তার শ্রেষ্ঠ নমুনা। ওদিকে, প্রহসনের বহুরৈখিকতাই সভ্যতার প্রেসার কুকার;— কতিপয়ঘণ্ট যার উত্তম রেসিপি। এসির শীতলতা আর অসুখে-বিসুখে উচ্চমান স্বাস্থ্যসেবা ওই পুঁজিদুষ্ট কতিপয়ে কড়ি কড়ি খেলা। বৃহত্তরে বিপুল অবহেলা তার শিষ্টাচার। অগণন একরৈখিকতার সামগ্রিক যোগফলই মানবসভ্যতা। প্রবল ঝড়বৃষ্টির রাতে আমি যখন সুরক্ষিত দালানঘরে সুখনিদ্রা, তখন পথশিশুরা কে কোথায় কীভাবে বিনিদ্র রাত— মনে উঁকি দিলেও তার দূরস্থায়ী উত্তর ব্যক্তি আমি নিজেও খুঁজি না। তাই, ঘোর দুর্যোগের রাতে পাড়ার ফুটপাত থেকে কোনও বিপন্ন শিশুকে কোলে বয়ে এনে নিজগৃহে নিজ সন্তানের মতো নিরাপদ নিদ্রা উপহার দেওয়ার কোনও মহার্ঘ স্মৃতি আমার নেই। বর্ণবাদী সাদা-কালোকে অনেকখানি মুছতে পারলেও মানুষ যুগের পর যুগ শাসক-নাগরিক, ধনী-গরিব, ভদ্র-অভদ্রসহ একাধিক অন্যায্য বাইনারি অপোজিশনকে বৈধতা দিয়ে আসছে। প্লেটোর আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার চেয়ে ম্যাকিয়াভেলি'র 'দ্যা প্রিন্স'হাতে স্বৈরশাসক হওয়া রাজাদের বেশি পছন্দ। হিটলারের শিয়রগ্রন্থ ছিল 'প্রিন্স'। আকারে ছোটো বলে বইটি দ্রুতপঠনের সহায়ক। এসব সামষ্টিক বিষয়ে যারা ভাবে, তারা কড়িমতে আদর্শ বোকা। যেমন প্লেটোর আদর্শ রাষ্ট্রে কবিরা। বিশ্বায়নদুষ্ট পৃথিবীতে বোকারা উদ্বাস্তু। আমি ও আমার কবিতা সেই বোকাদের দূত। ও হে রাষ্ট্র, তুমি কার প্রতিনিধি?

২৫ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ
৯ জুলাই, ২০২০ খ্রিষ্টাব্দ

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়