শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯ শতাংশ করোনা ভাইরাস ধ্বংস করবে ‘‌ক্যাচ অ্যান্ড কিল’ এয়ার ফিল্টার

ইয়াসিন আরাফাত :‌ [২] Materials Today Physics জার্নালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের হোউস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, কোভিড-১৯ এর ভাইরাস SARS-CoV-2 ৯৯ শতাংশ পর্যন্ত ধ্বংস করতে পারবে ‘‌ক্যাচ অ্যান্ড কিল’‌ নামের এই এয়ার ফিল্টার। ইন্ডিয়া টাইমস, নিউজ ১৮

[৩] গবেষণাপত্রে বলা হয়েছে, এই এয়ার ফিল্টারটি নিকেলের তৈরি এবং এর উষ্ণতার পরিমাণ প্রায় ২০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাখা হয়। ফলে এর মধ্যে দিয়ে ভাইরাস যেতে গেলেই উষ্ণতার কারণে তার মৃত্যু হয়। তাই গবেষকরা মনে করছেন, এই এয়ার ফিল্টারের সাহায্য করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটা রোধ করা সম্ভব হবে।

[৪] গবেষক দলের সদস্য বিজ্ঞানী ঝিফেং রেন জানিয়েছেন, হাসপাতাল, অফিস, বিমান, ক্রুজ শিপ, ইত্যাদি জায়গায় এটি সহজে ব্যবহার করা যাবে। এছাড়া, এটির একটি ডেক্সটপ ভার্সানও তৈরি করে ফেলেছেন বিজ্ঞানীরা যাতে এটির সাহায্য একজন ব্যবহারকারী সহজে তার চারদিকটা পরিস্কার করে নিতে পারেন। এছাড়া বিমানেও করোনা সংক্রমণ রোধে এই এয়ার ফিল্টার ব্যবহার করা যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

[৫] এখনও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা যা তথ্য দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, করোনা ভাইরাস ৭০ ডিগ্রি সেলসিয়াসের ওপর বাঁচতে পারে না। নিকেলের তৈরি এই ফিল্টারটি আরও অনেক বেশি উষ্ণতা ধারণ করে। ফলে সহজেই অনুমান করা যায়, করোনা ভাইরাসের মৃত্যু এই ফিল্টার নিশ্চিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়