শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে জুয়ার আসর থেকে আটক ১২

গোলাম সারোয়ার, আশুগঞ্জ: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুয়ার আসর থেকে ১২ জন জুয়ারিকে আটক করেছে পুলিশ। উপজেলার আড়াইসিধা দক্ষিণপাড়ার আবুল বাশারের বাড়িতে জুয়া খেলাররত অবস্থায় তাদের আটক করাসহ উদ্ধার করা হয় জুয়ার সরঞ্জাম এবং নগদ টাকা।

[৩] আটককৃতরা হলেন উপজেলার আড়াইসিধা গ্রামের সাইফুল ইসলাম, ইদন মিয়া, বাদল মিয়া, আজিজুর রহমান, মো. আলাউদ্দিন, সরাইল উপজেলার বিশুতারা গ্রামের ইব্রাহীম, চুন্টা গ্রামের সোহেল মিয়া ও রাজন, রসুলপুর গ্রামের মাসুদ মিয়া ও ইউসুফ মিয়া এবং ব্যাপারীপাড়া গ্রামের সফিকুল ইসলাম।
পুলিশ জানায়, উপজেলার আড়াইসিধা ইউনিয়ন এলাকায় জুয়ারিরা আসর বসিয়ে দীর্ঘ সময় ধরে জুয়া খেলায় মত্ত থাকেন।

[৪] গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, বুধবার বিকেলে আড়াইসিধা দক্ষিণপাড়ার আবুল বাশারের বাড়িতে বসানো হয়েছে
জুয়ার আসর। সেই ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় ওই ১২ জন জুয়ারিকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় জুয়া খেলার সরঞ্জামাদি এবং নগদ ৭০ হাজার টাকা। পরে তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় জুয়া আইনে দায়ের করা হয় মামলা। বৃহস্পতিবার (৯জুলাই) সকালে তাদের সবাইকে আদালতের মাধ্যমে পাঠানো হয় জেলহাজতে।

[৫] আশুগঞ্জ থানার পরিদর্শক (ওসি) জাবেদ মাহমুদ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটককৃত ১২ জুয়ারির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।’ সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়