শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ বিমানে যুক্ত হচ্ছে নতুন তিনটি ড্যাশ-৮

লাইজুল ইসলাম : [২] বিশ্বের সব এয়ারলাইন্স কোভিড-১৯ রোগের কারণে লসের মুখে পরেছে। এই অবস্থায় বাংলাদেশের পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ক্ষতির মুখে পরেছে। সব দিক থেকে শুধু খারাপ সংবাদ। এরমধ্যেই কিছুটা ভালো সংবাদ হচ্ছে রাষ্ট্রিও বিমান বহরে যোগ হচ্ছে তিনটি ড্যাশ-৮ কিউ ৪০০ এনজি মজেলের উড়োজাহাজ।

[৩] বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোকাব্বির হোসেন বলেন, কানাডার বম্বার্ডিয়ার ইনকরপোরেশনের কাছ থেকে উড়োজাহাজ তিনটি আমরা আরো পেতে পারতাম। কিন্তু কোভিড-১৯ রোগের কারনে পাওয়া যায়নি। তবে রিসিডিউল অনুযায়ী আশা করছি পেয়ে যাবো।

[৪] চলতি বছরের মে, জুন, জুলাইয়ে উড়োজাহাজ তিনটি সরবরাহ করার কথা ছিলো। ২০১৮ সালের এই তিনটি উড়োজাহাজ কেনার চুক্তি করে বাংলাদেশ বিমান।

[৫] মোকাব্বির হোসেন বলেন, বম্বার্ডিয়ান ইনকরপোরেশন সময়মত না দেয়ার কারণে আমাদের রক্ষণাবেক্ষণ খরচ লাগছে না। তাছাড়া সময়মতো সরবরাহ করতে না পারায় তারা বিমানকে বাড়তি ক্ষতিপূরণ দিবে। এগুলো দেশে আনার জন্য বাংলাদেশ থেকে বিমানের পাইলটরা কানাডায় যাবেন।

[৬] বিমানবহরে বর্তমানে উড়োজাহাজ আছে ১৮টি। এর মধ্যে ১২টি নিজস্ব ও ৬টি বিমান ভাড়ায় নিয়ে আসা হয়েছে। এরমধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়