শিরোনাম

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর ও বগুড়ার উপনির্বাচন পিছানোর দাবি সংসদে জানালেন জিএম কাদের

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের আগামী ১৪ জুলাই যশোর ও বগুড়ার ২টি আসনের উপনির্বাচন পিছানোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, ১৪ জুলাই আমাদের দলের প্রতিষ্ঠাতা এম এইচ এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী। এই দিনে উপনির্বাচন হলে আমরা কি ভাবে নির্বাচনে অংশ নিবো। একদিকে শোক আরেক দিকে নির্বাচন।

[৩] বৃহস্পতিবার সংসদের সমাপনী বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এ কথা বলেন। তিনি প্রধানমন্ত্রী ও স্পীকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা নির্বাচন কমিশনে নির্বাচন পিছাতে একটি চিঠি দিয়েছে। যদি এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্পীকারের কোন এখতিয়ার নেই। তারপরও বিষয়টি দেখার অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, ১৪ জুলাই হচ্ছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার প্রথম মৃত্যুবার্ষিকী। এর সাথে দলের নেতাকর্মীদের আবেগ জড়িত।

[৪] এরআগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা একই কথা বলেন। তিনি ১৪ জুলাই এর উপনির্বাচন ১ দিন পিছিয়ে দেবার কথা তুলে ধরেন। বলেন, এরশাদ এই সংসদের বিরোধী দলীয় নেতা ছিলেন। আমরা জাপা ' ৯৬ সাল থেকে আওয়ামী লীগের সাথে আছি। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ১৪ জুলাই উপনির্বাচন স্থগিত রেখে পরের দিন করা যেতে পারে। বিএনপি এ নির্বাচন বর্জন করেছে। আমরা নির্বাচনে আছি। একই দিন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী হওয়া দলীয় নেতা কর্মীদের নির্বাচন করা সম্ভব নয়। বিষয়টি বেদনাদায়ক। একদিনে শোক আর নির্বাচন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়