শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় নতুন কোভিডে আক্রান্ত ৫০জন

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলার স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় সরকারি বে-সরকারি পিসিআর ল্যাবে ২৬৩ নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ২০টি পজিটিভ আসে । টিএমএসএস মেডিকেল কলেজর ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৭৫টি নমুনার মধ্যে ৩০টি পজিটিভ আসে।

[৪] আক্রান্তদের মধ্যে, ১৮ থেকে ৪০ বছরের ২০জন, ৪১ থেকে ৫০ বছরের ১২জন, ৫১ থেকে ৭০ বছরের রয়েছে ১২জন, ৩জনের বয়স ৭০ বছরের বেশি। বগুড়া সদরে ৩৩জন, শেরপুরে ৪জন, দুপচাঁচিয়ায় ৩জন, ধুনটে ৩জন, শাজাহানপুরে ২জন, নন্দীগ্রামে ২জন, গাবতলীতে একজন, শিবগঞ্জে একজন, কাহালুতে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

[৫] বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে।

[৬] তিনি আরও বলেন, গত ১ এপ্রিল থেকে বগুড়ায় এখন পর্যন্ত ১৮হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে মোট ৩ হাজার ৫৫১জন করোনায় সংক্রমিত হয়েছেন। আর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন এক হাজার ৫২৫জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়