শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ চকবাজার আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমানের মৃত্যু

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : [২] জেলা নগরীর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। আব্দুর রহমান দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

[৩] এছাড়া তিনি কাপাসগোলা মহল্লা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তার বড় ছেলে হাজী সেলিম রহমান কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার সেজো ছেলে আমিনুল ইসলাম চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ছোট ছেলে মুজিবুর রহমান রাসেল চকবাজার ছাত্রলীগের নেতা।

[৪] নগরীর মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি সাত ছেলে ও এক মেয়ের জনক। বিষয়টি নিশ্চিত করে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন ফরহাদ বলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১৫ দিন মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

[৫] বৃহস্পতিবার সকালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। কাপাসগোলার জামতলা জামে মসজিদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়