শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অষ্টম শ্রেণিতেই বিয়ের পিঁড়িতে, বরসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা

বাঘারপাড়া, প্রতিনিধি: [২] যশোরেরর বাঘারপাড়ায় নির্বাহী অফিসারের হস্তক্ষেপে অষ্টমশ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এ ঘটনায় বরসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে সাজাপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের জামালপুর গ্রামে। বর রাজু হাসান পাশের পাকেরআলী গ্রামের শাহীন দফাদারের ছেলে। পেশায় ইজিবাইক চালক।

[৩] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত ১০ টার কিছু সময় পর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের কাছে খবর আসে বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নের জামালপুর গ্রামে একটি বাল্যবিয়ে হচ্ছে।এমন খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। এসময় বরসহ বাল্যবিয়ের সহযোগিতা করার অভিযোগে ছয়জনকে আটক করে ইউএনওর কার্যালয়ে আনা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে বর উপজেলার বাসুয়াড়ী গ্রামের শাহীন দফাদারের ছেলে রাজু হাসানকে ছয়মাস,বরের সহযোগী একই ইউনিয়নের ওয়াদীপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে নওশের আলীকে তিনদিন, শ্রীরামপুর গ্রামের হোসেন আলীর ছেলে সবুজ হোসেনকে সাতদিন,পাকেরআলী গ্রামের হোসেন দফাদারের ছেলে সাহেব আলীকে দশদিন,একই গ্রামের শমসের দফাদারের ছেলে শাহ আলমকে সাতদিন এবং সামছুর রহমানের ছেলে সাহাবুর রহমানকে তিনদিনের জেল দেওয়া হয়।

[৪] বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান, বুধবার সকালে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

[৫] ৰাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন,' ওই এলাকায় বাল্য বিয়ের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ
পাঠিয়ে বিয়ে বন্ধ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়