শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন যে পাঁচ নিয়মে আজ মাঠে গড়াচ্ছে ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজ

স্পোর্টস ডেস্ক: [২] ঠিক ১১৭ দিন পর আজ মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।

[৩] করোনা ভাইরাসের মহামারী এবার এতো দীর্ঘ দিন বন্ধ থাকলো ক্রিকেট। তবে হতাশার দিনগুলো কাটিয়ে সুদিন ফিরেছে। মাঠ ভেজা থাকায় ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। করোনা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে নতুন নিয়ম করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজ দিয়ে যা কার্যকর হবে। ক্রিকেটের নতুন পাঁচ নিয়ম একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

[৪] করোনাভাইরাস পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত খেলোয়াড়রা ম্যাচের সময় লালা/থুথুর মাধ্যমে বল শাইনিং করতে পারবেন না। অভ্যাসবশত যদি কে ব্যবহার করে ফেলেন তাহলে আম্পায়াররা সমাধান করবেন। তবে সেটি বারবার করা যাবে না। প্রত্যেক ইনিংসে দুইবার করে সতর্কতা দেয়া হবে একটি। এরপরও যদি কেউ লালা ব্যবহার করে তাহলে, ব্যাটিং দল পাঁচ রানের পেনাল্টি রান। লালা ব্যবহার করা বলটি পুনরায় জীবানুমুক্ত করে খেলানো হবে। তবে লালার পরিবর্তে গাম ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা।

[৫] সর্বশেষ অ্যাশেজ সিরিজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হয়েছে কনকাশন সাবস্টিটিউট। অর্থাৎ টেস্ট ম্যাচে কোন খেলোয়াড় মাথায় আঘাত পেলে তার পরিবর্তে নামানো হয় অন্য আরেকজন একই ধরনের খেলোয়াড়। এরকম নিয়মের সাথে মিল রেখে এবার তৈরি হলো করোনা সাবস্টিটিউট। ম্যাচ চলাকালীন সময়ে খেলোয়াড়ের মধ্যে কেউ কোনোভাবে অসুস্থবোধ করলে ম্যাচ রেফারির অনুমতি নিয়ে আরেক খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। তবে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে এটি প্রযোজ্য হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়