শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কফির কাপে লেখা ‘আইএসআইএস’, স্টারবাকসে গিয়ে বিদ্বেষের শিকার মুসলিম নারী

ইয়াসিন আরাফাত : [২] আবারও যুক্তরাষ্ট্রের মিনিসোটা প্রদেশ বিদ্বেষের শিকার হলেন এক মুসলিম নারী। ‘স্টারবাকসে’-এ কফি খেতে গিয়ে বিদ্বেষমূলক আচরণের শিকার হতে হয় তাকে। অভিযোগ, যে কাপে তাকে কফি দেয়া হয়েছিল তাতে লেখা ছিল ‘আইএসআইএস’ । ওই মহিলার অভিযোগ, নিজের ধর্মের জন্য তাঁকে এহেন আচরণের শিকার হতে হয়েছে। আনাদলু এজেন্সি, সিএনএন

[৩] সংবাদসংস্থা সিএনএন-কে তিনি জানান,, জুলাই মাসের ১ তারিখ মিনিসোটা প্রদেশের রাজধানী সেন্ট পলসে বিখ্যাত মার্কিন কফি চেন স্টারবাকসে যান ওই নারী। সেদিন কোভিড-১৯ মহামারীর জন্য তিনি মুখে মাস্ক পরেছিলেন। অর্ডার নেয়ার সময় তিনি স্পষ্টভাবেই বেশ কয়েকবার নিজের নাম জানান। ফলে তার নাম ভুল করার কোনও কারণ থাকতে পারে না। কিন্তু যখন তার কাছে কফির পাত্রটি এল, সেখানে ‘আইএসআইএস’ লেখা ছিল।

[৪] আয়শা বলেন, ওই লেখা দেখে আমার মনে মধ্যে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়। নিজেকে খুব ছোট মনে হয় আমার। আমি বিষয়টা ওই আউটলেটের ম্যানেজারের কাছে জানাই। কিন্তু বিষয়টিকে গুরুত্ব দয়া হয়নি। যদিও আমাকে আরও এক কাপ কফি ও ২৫ ডলারের একটি গিফট কার্ড দেয়া হয়।”

[৫] এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্টারবাকসের ওই আউটলেটটি। তারা স্পষ্ট করে দিয়েছে যে এই ভুল ইচ্ছাকৃত নয়। যদিও তা মেনে না নিয়ে মিনিসোটায় মানবাধিকার পরিষদে একটি অভিযোগ জানিয়েছেন আয়শা। সব মিলিয়ে আবারও বৈষম্যের এমন ঘটনায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়