শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য সব চেয়ে বড় হুমকি চীন: এফবিআই

সিরাজুল ইসলাম : [২] সংস্থাটির প্রধান ক্রিস্টোফার ওরেই আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং চীনা বংশোদ্ভূত মার্কিনিদের ‘হুমকি’ বিবেচনা করছেন। তাদের মধ্যে কয়েকশ’ মার্কিন নাগরিক রয়েছে। তাদের পরিবারকে দেশে ফেরার জন্য হুমকি দেয়া হচ্ছে। এ জন্য ফক্স হান্ট নামে একটি কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন তিনি। রয়টার্স

[৩] হাডসন ইনস্টিটিউটের থিঙ্ক ট্যাঙ্কে মঙ্গলবার বক্তব্য রাখেন ওরেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন সাইবার হামলা, ব্ল্যাকমেইল ও গুপ্তচর বৃত্তি করছে। তারা এটা করছে অর্থনীতি ও প্রযুক্তিতে বিশ্বের ১নম্বর শক্তি হওয়ার অংশ হিসেবে।

[৪] ওরেই বলেন, ফক্স হান্ট কর্মসূচির লক্ষ্য হলো বেইজিংয়ের রাজনীতি ও মানবাধিকার নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করা। যেসব পরিবার ফিরতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের হুমকি দেয়া হচ্ছে। চীনে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ কর্মসূচির শিকার শত শত মানুষ যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের অনেকেই এ দেশের নাগরিকত্ব পেয়েছেন। আবার অনেকে গ্রিনকার্ডধারী। চীনের কর্মকর্তারা যদি তাদের দেশে ফিরতে বাধ্য করতে চান, তাহলে তিনি তাদের এফবিআই’কে জানানোর অনুরোধ করেন।

[৫] ওরেইর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়