শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্টের মিরপুর শাখাও সিলগালা, ভাড়া বাকি ৪৫ লাখ

সুজন কৈরী : [২] বুধবার বিকেল সাড়ে ৪টায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মিরপুর ১২ নম্বরে অবস্থিত হাসপাতালটি সিলগালা করে দেয়।

[৪] সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, মিরপুর শাখার হাসপাতালটিও কোভিড রোগীর চিকিৎসায় নানা ধরনের প্রতারণা করেছে। রোগীদের স্যাম্পল নিয়ে পরীক্ষা না করে ফেলে দিতো অথচ প্রতিটি পরীক্ষার জন্য সাড়ে ৩ হাজার টাকা নেয়া হতো।

[৫] তিনি বলেন, ২০১৮ সালে মিরপুরের এই হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা করে সতর্ক করেছিলাম।

[৬] মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার তাদের অন্যত্র চলে যাওয়ার জন্য বলা হয়।

[৭] ভবন মালিক ফিরোজ আলম চৌধুরী বলেন, ২০১৬ সালের শুরুর দিকে রিজেন্ট হাসপাতাল মিরপুর শাখার জন্য ভবনটি ভাড়া নেন সাহেদ। একপ্রকার জোর করেই তিনি হাসপাতাল করেন। শুরু থেকেই ভাড়া নিয়ে অনিয়ম ছিলো। ভাড়া চাইলে তিনি হুমকি-ধামকিও দিতেন। ২০১৮ ও ২০১৯ সালে দুটি জিডি করেছি, একপর্যায়ে লিগ্যাল নোটিশও দেই। কিন্তু কোনোভাবেই ভাড়ার টাকা আদায় করা সম্ভব হয়নি।

[৮] এদিকে র‌্যাব জানিয়েছে, সাহেদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করতে তারা সিআইডিকে অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, রিজেন্টের মালিক ব্যাংকিং চ্যানেলে কোনো আর্থিক কেলেংকারি করেছেন কিনা, তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।  সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়