শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়মিত কোর্ট চালু করতে সাত প্রস্তাবনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

নূর মোহাম্মদ : [২] বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রস্তাবনা তুলে ধরেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনসহ কার্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সমিতির বৈঠকে এসব প্রস্তাবনা চূড়ান্ত করে প্রধান বিচারপতির কাছে দেয়া হয়।

[৩] প্রস্তাবনায় বলা হয়, আদালত বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে সুপ্রিম কোর্টের বাৎসরিক ছুটি এবং সকল আদালতের ডিসেম্বরের ছুটি বাতিল এবং পরবর্তী ঐচ্ছিক ছুটি কমিয়ে আনা হোক।

[৪] কোভিডকালে আদালত প্রাঙ্গনে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

[৫] যতদিন নিয়মিত আদালত চালু করা সম্ভব হচ্ছে না ততদিন পর্যন্ত সকল আইনজীবী যেন পেশা পরিচালনার সুযোগ পান সেটি নিশ্চিত করতে হবে। এজন্য ভার্চুয়াল কোর্টের পরিধি এবং বিচারিক সময়সীমা বৃদ্ধি করতে হবে।

[৬] বর্তমানে নিম্ন আদালত থেকে মামলার নথি ও আদেশের সার্টিফাইড কপি না পাওয়ায় উচ্চ আদালতে মামলা দায়েরে জটিলতা সৃষ্টি হচ্ছে। এগুলো দুরীকরণে অবিলম্ব কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া আগাম জামিন চালুরও দাবি জানানো হয় বারের পক্ষ থেকে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়