শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি চ্যালেঞ্জ করছি, সাহেদ আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য না: ড. শাম্মী আহমেদ

বাশার নূরু: [২] আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য বলে প্রচার করা হচ্ছে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও দলের বিরুদ্ধে অপপ্রচার।

[৩] বুধবার দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক উপ-কমিটির তালিকা এখনও দলীয় সাধারণ সম্পাদকের কাছে জমা দেয়া হয়নি। কমিটি পাশও হয়নি। ফলে যারা উপ-কমিটির সদস্য হিসেবে পরিচয় দেন তারা মিথ্যা পরিচয়ই দেন। চলতি বছরের শুরুতে কমিটি জমা দেয়ার কথা ছিল। কিন্তু নানা ব্যস্ততার কারণে আমি জমা দিতে পারিনি। এরপর তো করোনা শুরু হলো।

[৪] শাম্মী আহমেদ বলেন, সাহেদ আমাদের বিভিন্ন কর্মসূচিতে বা সামাজিক অনুষ্ঠানে হাজির হত। কমিটিতে তার নাম রাখার জন্য আমাকে অনেক অনুরোধ করেছে। আন্তর্জাতিক উপ-কমিটির চেয়ারম্যান এম্বাসেডর জমির সাহেবও সাহেদকে কমিটিতে রাখতে অনুরোধ জানিয়েছিলেন। দলের অনেক নেতাকে দিয়ে আমাকে ফোন করিয়েছেন সাহেদ। এক নেতাকে আমি বললাম, সাহেদের নামে অনেক অভিযোগ পাচ্ছি। জবাবে তিনি বললেন, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সাহেদ গুলি খেয়েছিল। এর পর থেকে সাহেদকে দেখলেই কেউ কেউ গুলি সাহেদ বলে মন্তব্য করত।

[৫] শাম্মী আহমেদ বলেন, সাহেদকে শুরু থেকেই টাউট মনে হয়েছে। এছাড়া বিভিন্ন নেতাকে দিয়ে তদবির করার কারণে তার প্রতি সন্দেহ আরও বাড়ে। তাই তার নাম আমি কমিটিতে লিখিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়