শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ সদস্যকে কামড়ে আহত করল মাদকসেবী

ডেস্ক রিপোর্ট : [২] টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পুলিশের এক সদস্যকে কামড়ে আহত করেছেন ইয়ানুর (২৮) নামে এক মাদকসেবী। মাদক সেবন ও বিক্রির সময় পুলিশ পাকড়াও করলে পালিয়ে যাওয়ার চেষ্টায় ওই পুলিশ সদস্যকে কামড়ে দেন তিনি। তবে আহত হলেও পুলিশ সদস্যের হাত থেকে পালিয়ে যেতে পারেনি ওই মাদকসেবী।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ সদস্য স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

[৩] পুলিশ জানায়, আটক ইয়ানুর পৌর এলাকার পোষ্টকামুরী মধ্যপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে। আটকের সময় শাকিল ও হাবিব নামে তার দুই সহযোগি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এরা তিনজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছিল। আজ মঙ্গলবার দুপুরে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত এক কক্ষে তারা মাদক সেবন ও বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) ফয়েজের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের ধরতে অভিযান চালায়।

[৪] পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কনস্ট্রেবল আশিক মাদকসেবী ইয়ানুরকে জাপটে ধরে। এক পর্যায়ে ইয়ানুর কনস্টেবল আশিকের ডান হাতের মাংস পেশীতে সজোরে কামড় বসিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্ত পরক্ষণেই কনস্টেবল আশিক ইয়ানুরকে পুনরায় জাপটে ধরে। পরে কনস্টেবল আলআমিনসহ স্থানীয়রা এগিয়ে এসে সহায়তা করলে ইয়ানুরকে আটক করে করতে সক্ষম হয় তারা। এ সময় ইয়ানুরের অন্য দুই সহযোগী শাকিল ও হাবিব পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আহত পুলিশ কনস্টেবলকে স্থানীয় নিউ আল মদিনা ক্লিনিকে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি সেখানে তাকে ধনুস্টংকারের টিকা দেওয়া হয় বলে আহত পুলিশ সদস্য আশিক জানিয়েছেন।

মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) ফয়েজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আটক ইয়ানুরের কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়