শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৪:১০ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনন্য এক মাইলফলকের সামনে রোচ

স্পোর্টস ডেস্ক : [২] দীর্ঘ অপেক্ষার পর ৮ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। যেখানে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডান’হাতি পেসার কেমার রোচ। আর মাত্র ৭টি উইকেট পেলেই ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

[৩] ১৯৯৪ সালের ২০ মার্চ শেষবার ওয়েস্ট ইন্ডিজের কোন পেসার টেস্ট ক্রিকেটে দু’শো উইকেটের মাইলফলক স্পর্শ করেছিল। ইংল্যান্ডের বিপক্ষে দু’শো উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন কিংবদন্তি পেসার কোর্টলি অ্যামব্রোস। অ্যামব্রোসের পর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আর কোন পেসার দু’শো উইকেট পাননি। এবার সেই অপেক্ষা ঘুচানোর সুযোগ রয়েছে রোচের।

[৪] এখন পর্যন্ত ৫৬ ম্যাচ খেলে ১৯৩ উইকেট নিয়েছেন রোচ। আর মাত্র ৭ উইকেট শিকার করতে পারলেই ২০০ উইকেটের মালিক হবেন তিনি। সেই সাথে ২৬ বছরের অপেক্ষা ঘুচবে ওয়েস্ট ইন্ডিজের। দু’শো উইকেটের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন রোচও।

[৫] তিনি বলেন, ‘এটা অনেক বড় সম্মানের হবে। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিংয়ের ইতিহাস বেশ সমৃদ্ধ। জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, কোর্টনি ওয়ালশ ও কোর্টলি অ্যামব্রোস বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। তাদের তালিকায় আমার নাম উঠলে সেটি হবে গর্ব করার মতো বিষয়।’

[৬] ৮ জুলাই বাংলাদেশ সময় বিকাল ৪টা থেকে এজ বোলে শুরু হচ্ছে তিন ম্যাচের রাইস দ্য ব্যাট টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শেষে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারে ১৬ ও ২৪ তারিখে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়