শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবির সাংস্কৃতিক সংগঠন উচ্ছেদের সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ

জবি প্রতিনিধিঃ [২]জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উচ্ছেদ করে মেডিকেল সেন্টার সম্প্রসারণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে উদীচী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ।

[৩]সোমবার বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে উদীচী কেন্দ্রীয় সংসদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ যুক্তভাবে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে।

[৪]প্রতিবাদ সমাবেশে তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে অবকাশ ভবনের সাংস্কৃতিক সংগঠনগুলো সরিয়ে মেডিকেল সেন্টার সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহন করেছেন। ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে প্রায় অর্ধশত বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছে।

[৫] ক্রিয়াশীল সংগঠনের অফিস কক্ষ উচ্ছেদ করে সেখানে মেডিকেল সেন্টার স্থাপনের কোন যৌক্তিকতা নেই। অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো জায়গায় মেডিকেল সেন্টার সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে।

[৬]এসময় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়