শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতিহাসের সর্বোচ্চ রাষ্ট্রীয় ঘাটতি ও রাজনৈতিক সংকটে ইসরায়েল

রাশিদ রিয়াজ : [২] ঘাটতির পরিমান ইসরায়েলী মুদ্রায় ৫৮.২ বিলিয়ন নিস। গত বছর জুনেও এ ঘাটতি ছিল ২২ বিলিয়ন নিস। জেরুজালেম পোস্ট

[৩] ইয়েনেট নিউজ বলছে কোভিড মহামারী ও রাজস্ব আদায় হ্রাসের কারণে এত ব্যাপক আর্থিক ঘাটতিতে পড়েছে ইসরায়েল।

[৪] ইসরায়েলি সরকারের জমে থাকা ঘাটতির পরিমান আরো বেশি এবং তা গত ১২ মাসে দাঁড়িয়েছে ৮৮.৪ বিলিয়ন নিস। এ ঘাটতি ইসরায়েলের জিডিপি’র ৬.৪ শতাংশ।

[৫] একই সঙ্গে বছরের ৬ মাস চলে গেলেও ইসরায়েলে এখনো বাজেট পাশ হয়নি কারণ এ বাজেট অনুমোদন দিতে প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবছরের শেষ পর্যন্ত সময় নিতে চাইলেও বিকল্প প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ অধিক স্থিতিশীলতার জন্যে চাচ্ছেন দুই বছরের জন্যে বাজেট অনুমোদন দিতে।

[৬] অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মূহুর্তে ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আরেহ দেরি দেশটির সরকারকে সতর্ক করে বলেছেন জনগণ ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না যদি আমরা চতুর্থ নির্বাচনের আয়োজন করি। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য দেশটিতে সরকার গঠনে সংকট নিরসনে ইতিমধ্যে পরপর তিনটি নির্বাচন হয়ে গেছে। ইসরায়েল ন্যাশনাল নিউজ

[৭] ইসরায়েলি ২৪তম সংসদের প্রথম বৈঠকে নির্বাচন কমিটিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কোভিড সংকট আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা সবাই সমান। স্বাস্থ্য ও অর্থনৈতিক কঠিন সংকট পার করছি। শত শত মানুষ বেকার। এ অবস্থায় নির্বাচন করার কোনো অভিপ্রায় মেনে নেয়া যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়