শিরোনাম
◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতিহাসের সর্বোচ্চ রাষ্ট্রীয় ঘাটতি ও রাজনৈতিক সংকটে ইসরায়েল

রাশিদ রিয়াজ : [২] ঘাটতির পরিমান ইসরায়েলী মুদ্রায় ৫৮.২ বিলিয়ন নিস। গত বছর জুনেও এ ঘাটতি ছিল ২২ বিলিয়ন নিস। জেরুজালেম পোস্ট

[৩] ইয়েনেট নিউজ বলছে কোভিড মহামারী ও রাজস্ব আদায় হ্রাসের কারণে এত ব্যাপক আর্থিক ঘাটতিতে পড়েছে ইসরায়েল।

[৪] ইসরায়েলি সরকারের জমে থাকা ঘাটতির পরিমান আরো বেশি এবং তা গত ১২ মাসে দাঁড়িয়েছে ৮৮.৪ বিলিয়ন নিস। এ ঘাটতি ইসরায়েলের জিডিপি’র ৬.৪ শতাংশ।

[৫] একই সঙ্গে বছরের ৬ মাস চলে গেলেও ইসরায়েলে এখনো বাজেট পাশ হয়নি কারণ এ বাজেট অনুমোদন দিতে প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবছরের শেষ পর্যন্ত সময় নিতে চাইলেও বিকল্প প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ অধিক স্থিতিশীলতার জন্যে চাচ্ছেন দুই বছরের জন্যে বাজেট অনুমোদন দিতে।

[৬] অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মূহুর্তে ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আরেহ দেরি দেশটির সরকারকে সতর্ক করে বলেছেন জনগণ ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না যদি আমরা চতুর্থ নির্বাচনের আয়োজন করি। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য দেশটিতে সরকার গঠনে সংকট নিরসনে ইতিমধ্যে পরপর তিনটি নির্বাচন হয়ে গেছে। ইসরায়েল ন্যাশনাল নিউজ

[৭] ইসরায়েলি ২৪তম সংসদের প্রথম বৈঠকে নির্বাচন কমিটিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কোভিড সংকট আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা সবাই সমান। স্বাস্থ্য ও অর্থনৈতিক কঠিন সংকট পার করছি। শত শত মানুষ বেকার। এ অবস্থায় নির্বাচন করার কোনো অভিপ্রায় মেনে নেয়া যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়