শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জ পৈতৃক ভিটায় ‘প্রার্থনা কুঞ্জ’ করতে চেয়েছিলেন এন্ড্রু কিশোর

এস এম সাব্বির : [২] জনপ্রিয় কন্ঠ শিল্পী এন্ড্রু কিশোরের জীবনের শেষ ইচ্ছা এখনো পূরণ হয়নি। এমনটাই জানালেন তার আপনজনেরা।

[৩] সোমবার সন্ধ্যায় এই গুণী সংগীতশিল্পীর মৃত্যুর সংবাদ গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবস্থানরত তার আপনজনদের কাছে এসে পৌঁছালে তারাসহ অনেকেই কেঁদেছেন। এলাকাজুড়ে শোকাবহ পরিবেশের বিরাজ করছে।

[৪] সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এই গুণী শিল্পীর এবাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না। তারা এই শিল্পীর স্মৃতি রক্ষার্থে তার নামে কোটালীপাড়ায় সংগীত একাডেমি বা স্কুল স্থাপনের দাবি জানান।

[৫] ২০১৮ সালের এপ্রিল মাসে এন্ড্রু কিশোর সস্ত্রীক কোটালীপাড়ার কলাবাড়ি ইউনিয়নের চিথলীয়া গ্রামের পৈতৃক ভিটায় বেড়াতে এসেছিলেন। এ সময় তিনি সেখানে একটি 'প্রার্থনা কুঞ্জ' করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তার চাচাত ভাই পূর্ণদান বাড়ৈ।

[৬] পূর্ণদান বাড়ৈ বলেন, এন্ড্রুু কিশোর আমার কাকাতো ভাই। তার পিতার নাম ক্ষিতিশ বাড়ৈ। এন্ড্রু কিশোররা ছিলেন ৩ ভাই-বোন। সে ছিল ছোট। তার বড় ভাইর নাম স্বপন বাড়ৈ। বোন শিখা বাড়ৈ। আমার কাকা ক্ষিতিশ বাড়ৈর বাবার বাড়ি এই কোটালীপাড়ায়। তবে কর্মস্থল ছিল রাজশাহী। তিনি ওখানে চিকিৎসা পেশায় জড়িত ছিলেন। ওখানেই এন্ড্রু কিশোরের জন্ম গ্রহণ করে, তারপর কোটালীপাড়ায় দাদার বাড়িতেই ৬বছর পর্যন্ত বেড়ে ওঠে তিনি।

[৭] তিনি আরো জানান, তার পিতা ক্ষিতিশ বাড়ৈ বরিশালে লেখাপড়া করেছেন। এর পর চট্রগ্রাম মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাস করে রাজশাহীতে কর্মজীবন শুরু করে পরিবার সেখানে নিয়ে গেলেও পরিজন নিয়ে প্রতিবছরই কোটালীপাড়ায় বেড়াতে আসতেন।

[৮] এন্ড্রু কিশোরের অপর এক চাচাতো ভাই এলিও বাড়ৈ বলেন, গত ৭ মাস আগে এন্ড্রু কিশোরের সাথে আমার শেষ কথা হয়েছে। আমাদের এক কাকার মৃত্যুতে অনুষ্ঠান করার জন্য তিনি ১০ হাজার টাকা দিয়েছিলেন। আমাদের যেকোনো পারিবারিক অনুষ্ঠানে তিনি আমাদের সহযোগিতা করতেন। বিভিন্ন সময়ে ফোন করে আমাদের খোঁজখবর নিতেন। এন্ড্রু কিশোর একজন ভালো মনের মানুষ ছিলেন।

[৯] উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে দেশের সকল সংগীতপ্রেমীরাই শোকাহত। দেশের এই মহান সংগীতশিল্পীর পৈতৃক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়া। এটা সত্যিই এ জেলার জন্য গর্বের। আমরা এই গুণী শিল্পীর স্মৃতি রক্ষার্থে কোটালীপাড়ায় একটি সংগীত একাডেমি অথবা সংগীত স্কুল স্থাপনের জন্য চেষ্টা করব।

[১০[ উল্লেখ্য, প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর সোমবার সন্ধ্যায় রাজশাহীর একটি ক্লিনিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ২০১৮ সালের এপ্রিল মাসে কোটালীপাড়ার পৈতৃক ভিটায় ফুফাতো ভাই এরিক অমর মজুমদার, স্ত্রী লিপিকা ও বোন শিখার সঙ্গে এন্ড্রু কিশোর। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়