শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

মো.বশির: [২] রাজধানীর ডেমরায় ইম্পেরিয়াল পেইন্টস নামে একটি রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার পাশে থাকা হোমিওপ্যাথী ওষুদের একটি গোডাওনে আগুন ছড়িয়ে পড়ে।

[৪] সোমবার রাত পৌনে ৯ টার দিকে ডেমরার মেন্দিপুর এলাকার আইচি মেডবকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রঙের কারখানায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস ও খিলগাঁও ফায়ার সার্ভিসের ৫ টি টিম ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

[৫] এ অগ্নিকাণ্ডে রঙ কারখানার সমস্ত কাঁচামাল পুড়ে গেলেও হোমিওপ্যাথী ওষুধের গোডাওনের ওষুধ নষ্ট হয়নি। এ সময় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্বন্ধে কোন তথ্য দিতে পারেনি।

[৬] এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মন্নান বলেন, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে রঙ তৈরী কারখানাটিতে মজুদ থাকা থিনার, স্প্রিট, তারপিন,ড্রাই কেমিক্যালসহ সব কাঁচামাল পুড়র যায়। আগুন নির্বাপনে ফোম ক্যামিকেল ব্যবহার করতে হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ, অগ্নিকাণ্ডের সূত্রপাতসহ সকল বিষয় জানা যাবে।

[৭] কারখানাটির প্রয়োজনীয় কাগজপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সরকারি অনুমোদন আছে কিনা এখনো জানা যায়নি। এদিকে প্রতিষ্ঠানটির ম্যানেজার পিনাক রঞ্জন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়ায় তিনি কোন তথ্য দিতে পারেননি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়