শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিডে শীর্ষে ঢাকা বিভাগ, মোট মৃত্যের ৭৩ শতাংশই পঞ্চাশোর্ধ

নিউজ ডেস্ক : রাজধানীসহ সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার ৭ জুলাই পর্যন্ত মোট দুই হাজার ১৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ এক হাজার ৭০৩ এবং নারী ৪৪৮। জাগো নিউজ

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চসংখ্যক রয়েছে। বয়স বিশ্লেষণে দেখা গেছে, মোট মারা যাওয়াদের ৭৩ শতাংশের বয়স ৫০ বছরের বেশি।

মঙ্গলবার নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনায় মারা যাওয়া দুই হাজার ১৫১ জনের মধ্যে ০-১০ বছরের ১৩, ১১-২০ বছরের ২৫, ২১-৩০ বছরের ৭১, ৩১-৪০ বছরের ১৫৫, ৪১-৫০ বছরের ৩২৩, ৫১-৬০ বছরের ৬২৪ এবং ৬০ বছরের বেশি ৯৪০ জন।

দেশের আট বিভাগের মধ্যে ৫১ দশমিক ৩৩ শতাংশ ঢাকায়, ২৫ দশমিক ৮৯ শতাংশ চট্টগ্রামে, ৪ দশমিক ৯৭ শতাংশ রাজশাহীতে, ৪ দশমিক ৫১ শতাংশ খুলনায়, ৩ দশমিক ৬৩ শতাংশ বরিশালে, ৪ দশমিক ২৩ শতাংশ সিলেটে, ৩ দশমিক শূন্য ২ শতাংশ রংপুরে এবং দুই দশমিক ৪২ শতাংশ ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ১৫১ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ২৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়