শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্যামনগরে পুলিশের অভিযানে ভারতীয় ১৩টি গরু আটক

সোহরাব হোসেন : [২] শ্যামনগর উপজেলা ঈশ্বরীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩টি ভারতীয় চোরাই গরু আটক করেছে শ্যামনগর থানা পুলিশের একটি টিম।

[৩] সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমনের কঠোর নির্দেশনা অনুযায়ী ভারত থেকে অবৈধভাবে আমদানীকৃত এসব গরু আটক করা হয়।

[৪] শ্যামনগর থানার এস আই খবির হোসেনের নেতৃত্বে এস আই মামুন, এসআই মাজহারুল সহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গাইনবাড়ী এলাকার এলেম গাজীর পুত্র লতিফ গাজী (ওরফে বড় পাগল) এর বাড়ী হতে এসময় চোরাই পথে আমদানীকৃত ১৩ টি ভারতীয় অবৈধ গরু আটক করা হয়েছে।

[৫] এস আই খবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৩টি অবৈধ গরু উদ্ধার করেছি, ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে গরু আমদানী করেছে এমন ব্যাক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার প্রস্তুতি শেষ হলেই গরুগুলো সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হবে।”

[৬] স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একাধিক চক্র অবৈধভাবে ভারত থেকে চোরাই পথে গরু আমদানী করছে। গরুর সাথে অবৈধ মালামাল পার করেও নিয়ে আসে তারা। তাদের ভয়ে কেও মূখ খুলতে পারে না।

[৭] স্থানীয় অনেক প্রভাবশালী ব্যাক্তিরা এসব চোরাকারবারির সাথে সরাসরি যুক্ত। তাদের ছত্রছায়ায় সব ম্যানেজ করে এসব অবৈধভাবে গরু আমদানী করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়