রাশিদ রিয়াজ : [২] সোমবার একটি টেলিভিশন চ্যানেলের টক-শো’তে অংশগ্রহণ শেষে নিজ বাসভবনে ফিরে আসার সময় বাগদাদে প্রখ্যাত নিরাপত্তা ও রাজনৈতিক ভাষ্যকার হিশাম আল-হাশেমিকে তার বাসার সামনে গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। মেহর
[৩] হাশেমি ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির উপদেষ্টা ছিলেন এবং তিনি উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশসহ ইরাকের সন্ত্রাসবিরোধী যুদ্ধ সম্পর্কে বিশ্লেষণধর্মী প্রবন্ধ-নিবন্ধ ও বই লিখেছেন।
[৪] ইরাক সরকার এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছে। রয়টার্স জানিয়েছে, কোনো দল বা গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তবে উগ্র জঙ্গিগোষ্ঠী আইএস হাশেমিকে হত্যা করার কথা স্বীকার করেছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।
[৫] বাগদাদে ইরান দূতাবাস এক বিবৃতিতে হিশাম আল-হাশেমির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর নেপথ্যে ভূমিকা পালন করেছে তারা ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে।
[৬] ইরাকের জনপ্রিয় সন্ত্রাস বিরোধী নিরাপত্তা বাহিনী ‘হাশদ আশ-শা’বি’ও হিশাম আল-হাশেমির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।