শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁ থানায় দুটি অনলাইন পত্রিকার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ দায়ের

শাহ জালাল, সোনারগাঁ : [২] নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় দৈনিক আলোর বার্তা ২৪ ডটকম ও সত্যের সন্ধানে নামক দুটি অনলাইন পত্রিকা ও এর সম্পাদক প্রকাশক এবং রিপোর্টারের বিরুদ্ধে সোনারগাঁ খানায় অভিযোগ দায়ের করেছেন প্রবাসী হাজী শাকিল রানা। তার স্ত্রী সাদিয়া নাসরিনের মাধ্যমে তিনি এ অভিযোগ দায়ের করেন।

[৩] অভিযোগে উল্লেখ করেন, জনৈক রাজু আহমেদ নামে এক ব্যক্তি দৈনিক আলোর বার্তা ২৪ ডটকম ও সত্যের সন্ধানে নামক দুটি অনলাইন পত্রিকায় সোনারগাঁ পৌরসভার টিপুরদি এলাকার প্রবাসী হাজী শাকিল রানার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে। যেখানে স্থানীয় ভূমিদস্যু ও চৈতি কোম্পানির পেইড দালাল লায়ন মোশারফ হাজি শাকিলের কাছে ৭ কোটি ৮২ লক্ষ টাকা পাওনা বলে দাবি করা হয়। টাকা নাদিতেই কোম্পানির বিরুদ্ধে আবোলতাবোল বকছেন বলেও দাবি করা হয়।

[৪] ঘটনার প্রতিবাদ জানিয়ে হাজি শাকিল রানা বলেন, তার পৈত্রিক ও কেনা জমি জোরপুর্বক দখল করে লায়ন মোশারফ বহু টাকার বিনিময়ে চৈতি কোম্পানিকে দিয়েছে। হাজি শাকিল ও তার পিতা জামাল উদ্দিনের নামে বৈধ নকল কাগজপত্র ও দখল রয়েছে। যেটা সোনারগাঁয়ের প্রশাসনসহ সবাই অবগত। কিন্তু লায়ন মোশারফ নিজের অপকর্ম ঢাকতে এরকম অহেতুক পাল্টা অভিযোগ তুলছেন। কিন্তু ওই দুই পত্রিকার সাংবাদিক ঘটনার কোন প্রকার যাচাই বাছাই না করেই টাকার বিনিময়ে সংবাদ পরিবেশন করেছেন। তিনি তথ্যপ্রযুক্তি আওইনে ব্যবস্থা নিতে সোনারগাঁ থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়