শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধই থাকছে তাজমহল

ডেস্ক রিপোর্ট : [২] সবকিছু ঠিকঠাক করাই ছিল। তিন মাস বন্ধ থাকার পর নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই গতকাল সোমবার খুলতে যাচ্ছিল ভারতের অনত্যম পর্যটনকেন্দ্র ও ঐতিহাসিক স্থাপনা তাজমহল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত বদল করেছে কর্তৃপক্ষ। আগ্রায় অবস্থিত মোগল স্থাপত্যের অন্যতম এই নিদর্শনটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারতে কভিড-১৯-এ আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নিতে হয়েছে এ সিদ্ধান্ত। এমন কঠিন পরিস্থিতিতে তাজমহলের মতো আকর্ষণীয় স্থান জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলে তা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

[৩] অবশ্য তাজমহল কতদিন পর্যন্ত বন্ধ থাকবে, সে বিষয়ে নোটিসে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। এদিকে তাজমহল বন্ধ রাখার পেছনে আগ্রার করোনা পরিস্থিতিও বিবেচনায় নেয়া হয়েছে। ভারতের অন্যান্য স্থানের মতো এই পর্যটন অঞ্চলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। পাশাপাশি তাজমহল দেখতে অনেক মানুষ আসে দিল্লি থেকেও। সেই দিল্লিতেও করোনা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে।

[৪] এর আগে নতুন নিয়মে সামাজিক দূরত্ব মেনে তাজমহল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। যেখানে অবস্থানকালের পুরোটা সময় মাস্ক পরে থাকা, একজন থেকে আরেকজনের নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা এবং মার্বেল পাথর স্পর্শ না করার নিয়মও যুক্ত ছিল। এছাড়া দৈনিক সর্বোচ্চ পাঁচ হাজার দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেয়া এবং ভাগে ভাগে প্রবেশ করানোসহ বেশকিছু নিয়ম তৈরি করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির কারণে কঠোর পথেই হাঁটতে হলো তাদের।

[৫] করোনা সংক্রমণে ভারতের সামগ্রিক পরিস্থিতি বেশ ভীতিজাগানিয়া। এরই মধ্যে আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তিন নম্বরে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশটি।

বিবিসি, বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়