শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটকল শ্রমিক-কর্মচারীদের পাওনা হিসাবের জন্য ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

বাশার নূরু[২] শ্রমিকদের পাওনা হিসাব করবে অর্থ মন্ত্রণালয়ের এই কমিটি।অর্থ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি অবসরপ্রাপ্ত ও বর্তমানে স্থায়ী শ্রমিক-কর্মচারীদের পাওনা নির্ধারণ করবে।রবিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ কমিটি গঠন করা হয়েছে।

[৪] অর্থ বিভাগের উপসচিব মো. তৌহিদুল ইসলাম অফিস আদেশে বলেন, বিজেএমসির নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের পাওনার হিসাব যাচাই-বাছাইয়ের জন্য ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হলো। কমিটির সভাপতি করা হয়েছে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা) শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অর্থ বিভাগের যুগ্মসচিব (বাজেট-৪) মোহাম্মদ ওয়ালিদ হোসেন, অতিরিক্ত মহাহিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ মমিনুল হক ভূইয়া এবং অতিরিক্ত উপ-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক(রিজার্ভ) মো. সাইদুর রহমান সরকার। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব (বাজেট-১৪) নুরউদ্দিন আল ফারুক।

[৫] কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানের আলোকে অবসরপ্রাপ্ত ও বর্তমানে স্থায়ী শ্রমিক-কর্মচারীদের পাওনা নির্ধারণ করবে। কমিটি আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়