শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

যশোর প্রতিনিধি:[২] ডলার প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাতে ফরিদপুর ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

[৩] গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামের জমির শেখের ছেলে কামাল শেখ (৪৫), একই গ্রামের জলিল মাতুব্বর সেন্টু শেখ (২৯), গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার লোহাইর গ্রামের নূর উদ্দিন শেখের ছেলে ফরিদ শেখ। তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার ৫শ’ টাকা, পেপারযুক্ত চার ডলার ও ২শ’ দিনার, গামছা পেচানো পেপার ও একটি ব্যাগ, তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

[৪] সোমবার দুপুরে ব্রিফিং এ যশোর ডিবির ওসি মারুফ আহমেদ জানান, রোববার ৫ জুলাই রাতে মামলার তদন্ত কর্মকর্তা সদর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তুষার কুমার মন্ডল ও ডিবি পরিদর্শক সৌমেন দাসের নেতৃত্বে একটি টিম ফরিদপুরের ভাঙ্গা ও গোপালগঞ্জের মকসুদপুর এলাকা থেকে ডলার বিক্রি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে প্রতারণার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

[৫] তিনি আরও জানান, যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বর্তমানে মুদি দোকানদার আবুল বাশারের নিকট থেকে অজ্ঞাতনামা ডলার প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে লোভ দেখিয়ে ডলার বিক্রির প্রস্তাব দেয়। এরপর গত ২৩ জুন দুপুর দেড়টার দিকে যশোর হেড পোস্ট অফিস থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে জেস টাওয়ারের সামনে ডলার ক্রয়ের সময় সাবান দ্বারা মোড়ানো পেপার ভর্তি ব্যাগ দিয়ে আবুল বাশারের কাছ থেকে ১০ লাখ টাকা ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে নিয়ে যায়। খোঁজাখুজি করে না পেয়ে থানা ও ডিবি পুলিশকে মৌখিকভাবে জানায়। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঘটনার সত্যতা পাওয়া যায়। ৫জুলাই আবুল বাশার কোতয়ালী থানায় মামলা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়