শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসির আইন প্রণয়নের উদ্যোগকে অসময়োপযোগী, উদ্দেশ্যমূলক ও ফরমায়েশী বলছে ২০দল

শাহানুজ্জামান টিটু : [২] ভার্চূয়াল সভায় জোটের শীর্ষনেতারা বলেন, দেশ যখন করোনা মহামারীতে বিপর্যস্ত তখন নির্বাচন কমিশন বহুল প্রচারিত কয়েকটি ইংলিশ শব্দ পরিবর্তনের জন্য আরপিও’র একটি অধ্যায়কে ‘রাজনৈতিক দশ নিবন্ধন আইন ২০২০ প্রনয়নে উদ্যোগী হয়েছে। নির্বাচন কমিশনকে এই ফরমায়েশী কার্যক্রম বন্ধ রাখার দাবী জানায় বিএনপির নেতৃত্বাধীন ২০দল।

[৩] বৈঠকে ঘূর্ণিঝড় আম্ফান ও সম্প্রতি বন্যায় দেশের কয়েকটি জেলার ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান এবং পুনর্বাসনে সর্বাত্মক সহায়তার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নেতারা।

[৪] একইসঙ্গে সভায় পাটকলসমূহ বন্ধ করার ফলে পাট শিল্পের শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা যাতে নিঃস্ব না হয়ে পড়ে কিংবা পাট চাষীরা যাতে তাদের উৎপাদিত পাটের উপযুক্ত মূল্য থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করার জন্যও সরকারের প্রতি দাবি জানানো হয়।

[৫] সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন। এরআগে, বেলা ১১টা থেকে সোয়া ২টা পর্যন্ত ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের (তালিকা সংযুক্ত) ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

[৬] সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ জামায়তে ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পরোয়ার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহ. ইব্রাহীম, বীর প্রতিক (অব:), জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ’এর মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এ্যাড. মাও. আব্দুর রকিব, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান খসরু (টেলিফোনে সংযুক্ত), বাংলাদেশ পিপলস লীগের চেয়ারম্যান এ্যাড. গরীবে নেওয়াজ, ন্যাপ ভাসানী চেয়ারম্যান এ্যাড. আজহারুল ইসলাম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, জাতীয় গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম ও বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়