শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ১১ হাজার টাকা জরিমানা

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :[২] সোমবার (৬জুলাই) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজার, মৌলভীবাজার রোড, থানার সামনেসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার, ফার্মেসী, মশলা বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

[৩] এই সময় নতুন বাজার, মৌলভীবাজার রোড, থানার সামনেসহ বিভিন্ন জায়গায় তদারকি করে মূল্য তালিকা না রাখা, ভাউচার না দেওয়া, মূল্য তালিকায় লেখা দাম থেকে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রয়ের জন্য খাদ্য পণ্য মজুদ রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে থানার সামনে অবস্থিত মেসার্স কুসুম বাণিজ্যালয়কে ৮ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত মেসার্স শ্রী দূর্গা ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

[৪] আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়