শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে লকডাউন প্রত্যাহারের পর করোনায় ১২ জন ও উপস্বর্গ নিয়ে মারা গেছে ১৫ জনসহ মোট ২৭ জন, আক্রান্ত ৬৩০জন

আসাদুজ্জামান বাবুল/মাহাবুব সুলতান: [২] গোপালগঞ্জে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রোধ করতে পারছেনা সংশ্লিষ্টরা। এক অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে দ্বায়মুক্ত হতে চাচ্ছে তারা।

[৩] প্রশাসন বলছেন, দেশের অন্যান্য জেলা- উপজেলার তুলনায় গোপালগঞ্জে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী স্বজন ও আক্রান্ত ব্যাক্তিরা অভিযোগ করে বলেছেন, স্বাস্থ্য বিভাগের পেশাগত দায়িত্ব পালনে চরম গাফিলতি ও অবহেলার কারনে গোটা জেলা জুড়ে প্রতিদিন করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

[৪] তারা বলেন, করোনা সন্দেহে কোন মানুষ স্বাস্থ্য বিভাগের কাছে নমুনা পরিক্ষা করাতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাড়িয়ে থাকেন। এরপর এক সময় স্বাস্থ্য বিভাগের লোকজন বলেন, আজ আর আপনাদের নমুনা পরিক্ষা করা হবেনা। আপনারা মোবাইল নাম্বার দিয়ে চলে যান। সপ্তাহ খানেক বা ১০ দিন পরে ফোন করলে চলে আসবেন। এরপর ওই মানুষগুলো এলাকায় গিয়ে ঘুরে বেড়িয়ে আরো ১০ থেকে ২০ জনের শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে দেন।

[৫] এভাবেই প্রতিদিন একাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করছেন এবং আক্রান্ত হয়ে ভুগছেন। স্বাস্থ্য বিভাগ বিষয়টি অস্বীকার করে বলছেন, কোন মানুষই সামাজিক দুরত্ব বজায় রাখতে পারছেননা বলেই দিন দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে এবং আক্রান্ত হয়ে ভুগছে।

[৬] এদিকে, আজ সোমবার করোনা উপস্বগ নিয়ে একজন ও রোববার মধ্যেরাতে করোনায় আক্রান্ত হয়ে একজনসহ নতুন করে আরো ২জন মারা গেছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন ও করোনা উপস্বর্গ নিয়ে ১৫ জনসহ জেলায় মোট ২৮জন মারা গেছে। রোববার মধ্যে রাতে মৃত্যুবরনকারী কাজী আলমগীগের বাড়ী টুঙ্গিপাড়া উপজেলার কেড়ালকোপা গ্রামে।

[৭] অন্যদিকে, গতকাল রোববার করোনায় নতুন করে আরো ৩১জনসহ জেলায় মোট ৮৩০ জন আক্রান্ত হয়েছে। অপরদিকে, গোপালগঞ্জ জেলা প্রশাসনের কাছে স্বাস্থ্য বিভাগের পাঠানো তালিকায় দেখা যায় গত মাচ মাসের প্রথম থেকে ৩১ শে মে পযন্ত এই তিন মাসে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন ও আক্রান্ত হয়েছে ২০০ জন।

[৮] আর গত জুন মাসের ১ তারিখ থেকে জুলাই মাসের ৫ তারিখ পযন্ত অর্থ্যাৎ ১ মাস ৫ দিনে করোনায় আক্রান্ত মারা গেছে ১২ জন ও করোনা উপস্বর্গ নিয়ে মারা গেছে ১৪ জনসহ জেলায় মোট মারা গেছে ২৭ জন, এবং আক্রান্ত হয়েছে ৬৩০ জন। এক মাস ৫ দিনে করোনা ও করোনা উপস্বর্গ নিয়ে ২৭ জনের মৃত্যু ও ৬৩০ জন আক্রান্তর প্রকৃত কারন কি তা সঠিক ভাবে ব্যাখ্যা দিতে পারেননি কেউই। তবে, খোঁজ নিয়ে জানাগেছে, স্বাস্থ্য বিভাগের একে অপরের সঙ্গেঁ সু-সম্পক না থাকার কারনেই দিন দিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়