শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘৭১ মুক্তিযুদ্ধে অকুতোভয় সাহসী সৈনিক, হেরে গেলেন করোনার কাছে

তপু সরকার : [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার সাবেক পৌর মেয়র আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল (৬৭)। তিনি রাজধানীর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ১০ টা ৪০ মিনিটের দিকে তিনি মারা গেছেন। (ইন্নালিল্লাহি...রাজেউন)।

[৩] পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ জুন হালিম উকিলের নমুনা পরীক্ষায় ‘কভিড-১৯ পজিটিভ’ ধরা পড়ার পর রাজধানীর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে তাঁকে ‘প্লাজমা থেরাপি’ দিয়ে চিকিৎসা চললেও রবিবার রাতে তাঁর মৃত্যু ঘটে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে শেরপুর জেলার অধিবাসী ৬ জনের মৃত্যু ঘটল। তবে সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য বুলেটিনে, স্থানীয়ভাবে ৩ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানানো হয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা আব্দুল হালিম উকিল নালিতাবাড়ী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন ছাড়াও তিঁনি ছিলেন ওই পৌরসভার প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান। এছাড়া তিনি ইউপি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমান জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হালিম উকিল নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

[৪] কৈশোরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ১১ নং সেক্টরের এই অকুতোভয় মুক্তিসৈনিক বিভিন্ন সম্মুখ সমরে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। স্পষ্টভাষী, দুর্ধর্ষ সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে পরিচতি হালিম উকিল ,ঐতিহাসিক কাটাখালি যুদ্ধে কমান্ডর শহীদ নাজমুলের সহযোদ্ধা ছিলেন। ৬ জুলাই কাটাখালি যুদ্ধ দিবসের প্রাক্কালে তিঁনি চিরনিদ্রায় শায়িত হলেন। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শেরপুরে শোকের ছায়া নেমে আসে।

[৫] তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়