শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাপে দেওয়া হচ্ছিল কম তেল, ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া : [২] জেলায় একটি পেট্রোল পাম্পে গ্রাহকদের দেওয়া হচ্ছিল পরিমাণে তেল কম। এই অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন ভাবে গ্রাহকরা অভিযোগ করে আসছিল। এই অভিযোগের প্রেক্ষিতে তেল পরিমাণে কম দেওয়ায় মেসার্স এস রহমান ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পকে ২০হাজার টাকা অর্থদণ্ড করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা শহরের ভাদুঘরে এই অভিযান পরিচালনা করা হয়।

[৩] অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

[৪] তিনি জানান, মেসার্স এস রহমান ফিলিং স্টেশনের নামে তেল বিক্রিতে তারা পরিমানে কম দিচ্ছিল। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও লেখালেখি হচ্ছিল। অভিযোগের প্রেক্ষিতে মেসার্স এস রহমান ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এসময় যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া। তারা প্রতি লিটারে গ্রাহকদের এক থেকে দেড়শত মিলিলিটার তেল কম দিচ্ছিল।

[৫] তিনি আরও বলেন, গ্রাহকদের তাদের প্রাপ্য থেকে কম তেল সরবরাহ করায় ২০১৮এর ৪৬ ধারা ভঙ্গের দায়ে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনে কারাদণ্ড প্রদান করা হয়। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ নগদ ২০হাজার টাকা জরিমানা প্রদান করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়