শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজান পৌরসভার  দুই পরিবারের লকডাউন

শাহাদাত হোসেন: [২] রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জিয়া উদ্দিন কাজীর বাড়ীর প্রবাসী কাজী জয়নাল আবেদীন ও তার মাতা রাশেদা বেগম এবং মোনাফ কাজীর বাড়ীর গৃহিনী নূর বেগম ও তার নাতনী উম্মে তাইবা কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে।

[৩] রোববার পৌর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল এবিষয়টি নিশ্চিত করে প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ী লকডাউন করেন। পরে রাউজান সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় এসব পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়। কাজী ইকবাল জানান, কোভিড-১৯ প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে পৌর ১,২,৩,৪,৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় ৬ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি।

[৪] এসব ত্রাণসামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য গঠন করা হয়, একটি টিম। এই টিমে সহযোগিতা করেন রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, ডাচ বাংলা ব্যাংক এর কদমতলী শাখার ব্যবস্থাপক কাজী মো ইজাজ, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু,গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আনোয়ার পারভেজ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শিপুল চৌধুরী, মোহাম্মদ বকতিয়ার, ফরহাদ উদ্দিন, মোহাম্মদ রিদওয়ান। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়