শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ আদনান ফাহাদ: সবার কেন শুধু বিসিএস ক্যাডার হতে হবে?

শেখ আদনান ফাহাদ: উচ্চশিক্ষা মানে হলো সমাজ ও বিশ্ব ব্যবস্থা পাল্টানোর দলবদ্ধ প্রয়াস। উচ্চশিক্ষা মানে হলো গবেষণা, এমফিল, পিএইচডি। উচ্চ শিক্ষা মানে সরকারি চাকরি পাওয়ার পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে চার বছরের অনার্স শেষ করে, আবার কোনো ক্লাস না করেই মাস্টার্স পাস করা নয়। দেখলাম একজন উপাচার্য বিসিএস উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে অফিসিয়াল প্যাডে বিবৃতি দিয়েছেন। যারা উত্তীর্ণ হয়নি বা যারা বিসিএস দিতে চায় না তাদের নিয়েও উনি একটা বিবৃতি দিবেন কী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা কি এতোই সহজ? প্রফেসর হলেই শুধু শিক্ষক হয়ে যায় না। বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, তাহলে বিসিএসের আদলে বানানো হোক।

আর বড় বড় সচিবদের দিয়ে ক্লাস নেয়ানো হোক। ক্লাসে এতো বড় বড় বিষয় পড়ানো হয়, পড়াতে হয়, আমরা পড়াই। কিন্তু ছাত্র-ছাত্রীদের অধিকাংশের মনোযোগ শুধু বিসিএস নিয়ে থাকে। সমাজ চাইছে শুধু বিসিএস ক্যাডার তৈরি করতে, সেখানে বিশ্ববিদ্যালয়গুলো স্রোতের বিপরীতে চলছে। একমাত্র ওই উপাচার্য মহোদয়কে দেখলাম স্রোত বুঝে চলছেন। হয় স্রোত বদলানো হোক অথবা আমাদেরকে বিসিএসের সিলেবাস অনুযায়ী পড়তে বাধ্য করা হোক। আর ‘বিশ্ববিদ্যালয়’ কথাটাকে নিষিদ্ধ করা হোক। (বিসিএস কর্মকর্তাদের প্রতি আমার ভালোবাসা রইলো। কিন্তু তারাই বলুক আমার কথা মিথ্যা কিনা, তারা তো বিশ্ববিদ্যালয় থেকেই পাশ করে এসেছেন। সবার কেন শুধু বিসিএসই হতে হবে। এটা কি সঠিক প্রবণতা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়