শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে বিএনপি ১ লক্ষ ৩২ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছে : ডা. শাহাদাত

করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর ২৫ মার্চ থেকে আজ পর্যন্ত চট্টগ্রামে বিএনপির পক্ষ থেকে ১ লক্ষ ৩২ হাজার ৩শ ২১টি অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে দাবী করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন।

রবিবার (৫ জুলাই) এক বিবৃতিতে তিনি আরো বলেন, বিএনপি বিগত ১৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। এর উপরে সরকারের দমন, নিপীড়ন ও হামলা,মামলায় জর্জরিত নেতাকর্মীরা এখন নিঃস্ব প্রায়। তারপরও যে কোন দুর্যোগ মুহুর্তে জনগনের দল হিসিবে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে থাকে।

ডা. শাহাদাত বলেন, করোনাকালে চট্টগ্রামের জোন ভিত্তিক ওয়ার্ড়ে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত আছে। অথচ চট্টগ্রামবাসী সরকারী দলের পক্ষ থেকে প্রত্যাশা করেছিল অনেক বেশী। কারণ চট্টগ্রাম হচ্ছে অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু সেই হিসেবে চট্টগ্রামের মানুষ কিছুই পায়নি।

তিনি বলেন, চট্টগ্রামের করোনা রোগীর চিকিৎসার জন্য বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে বাকলিয়া এলাকায় ১০০ শয্যার আইসোলেশন সেন্টারের কার্যক্রম চলছে। যা অচিরেই উদ্ভোধন করা হবে। তাছাড়া ৪১ ওয়ার্ড়ের মানুষের চিকিৎসা সেবার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে মেডিসিন ব্যাংক ও অক্সিজেন ব্যাংক চালু করা হচ্ছে।

তিনি মানুষের এই কঠিন দুঃসময়ে দলমত নির্বিশেষে দলীয় রাজনীতির উর্ধ্বে ওঠে চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে বিনামূল্যে নমুনা পরীক্ষা করার জন্য আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়