শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে জমির বিরোধে ৬ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] জেলার হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নূরে আনিতা আজাদ (৬) নামে এক শিশু হত্যাকান্ডের শিকার হয়েছে। এছাড়া নাইমা সুলতানা বীথি (১০) নামে আরেক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] রোববার সকালে উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত নূরে আনিতা আজাদ বীরপাইকশা গ্রামের মো. আলমগীরের মেয়ে। গুরুতর আহত নাইমা সুলতানা বীথি গলাচিপা গ্রামের উসমান মিয়ার মেয়ে।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গলাচিপা গ্রামের সিরাজুল ইসলামের সাথে প্রতিবেশী নূরুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রোববার সকালে গলাচিপা বাজারে দুই পক্ষের মধ্যে সালিশ-দরবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

[৫] এ রকম পরিস্থিতিতে রোববার সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী বীরপাইকশা গ্রাম থেকে শিশু সন্তান নূরে আনিতা আজাদকে সাথে নিয়ে বাবার বাড়ি গলাচিপা গ্রামে যান গলাচিপা বাজারের ফার্মেসী ব্যবসায়ী মো. আলমগীরের স্ত্রী শাপলা আক্তার। বাবার বাড়িতে পৌঁছে শাপলা আক্তার দেখতে পান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের এক পর্যায়ে দুই অবুঝ শিশু নূরে আনিতা আজাদ ও নাইমা সুলতানা বীথি হামলার শিকার হয়। এসময় তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আনিতাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত বীথিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিককেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

[৬] এদিকে ঘটনার খবর পেয়ে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

[৭] এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়