শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিফ আকবর: ‘ও প্রিয়া’র পর আমার সঙ্গে কাজ শুরু করা গীতিকার, সুরকারদের বাইরে কোনো হিট গান নেই

আসিফ আকবর: আমার বিনয় কিংবা কৃতজ্ঞতাবোধ যখনই সীমাবদ্ধতা তৈরি করেছে, তখনই সেই দুর্ভেদ্য দেয়াল ভেঙে দিয়েছি। ২০ বছর গানের রাজ্যে কাজ করছি। বিভিন্ন কারণে স্বেচ্ছায় কর্র্মবিরতি নিয়েছি, ফিরেছি নিজের অবস্থান অটুট রেখেই আলহামদুলিল্লাহ। এখনো নতুন প্রজন্মের সাথে মার্র্চ করতে পারছি। আমার উচিত ছিল আত্মকেন্দ্রিক হওয়া, এই চিন্তাটা কখনোই মাথায় নিইনি। এভাবেই সবাই চলছে নানান অভিনয়ে। আমার সাথে আবার অভিনয়টা যায় না, সঙ্গে তৈলাক্ত চামচামি অসহ্য। সত্যের মুখোমুখি না হতে চাওয়া সবাই ঝামেলা এড়িয়ে চলে নিজের অস্তিত্ব বাঁচাতে। আমি বিশ^াস করি এড়িয়ে চলে সাময়িক সুবিধা পাওয়া যায়মতবে শেষ রক্ষা হয়না। ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করে শুরু থেকে এখন পর্যন্ত তরুণ প্রতিভাকে সুযোগ করে দিয়েছি কাজের। বড় বড় অফারগুলোকে নতুন অখ্যাতদের সাথে শেয়ার করেছি। ‘ও প্রিয়া’র পর আমার সঙ্গে কাজ শুরু করা গীতিকার সুরকারদের বাইরে কোনো হিট গান নেই, কিছু খুচরা থাকতে পারে যেটা বিগ ভলিউমের না।

আমি শুরু থেকেই কারো ওপর ডিপেন্ড না করে বিভিন্ন সুরকার গীতিকারের সাথে কাজ করেছি। যে কারণে কেউ মহারথী হয়ে গেলেও আমাকে ব্ল্যাকমেইলের সুযোগ পায়নি। আমার কাজ অব্যাহত থেকেছে সব সময় বরং উনারাই হয়ে পড়েছেন অনিয়মিত। আমি আমার কাজ করে যাচ্ছি সব মাস্তানি পায়ে দলে। অডিও কোম্পানি চেহারা দেখে টাকা দেয় না। অনেকে বলেন, অমুুক সুরকার, তমুক গীতিকারের সাথে কাজ করি না কেন? শেষবারের মতো জবাব দিচ্ছি, আমি কাউকে না করিনি স্বেচ্ছায়, তারাই করেনি বা আর প্রোডাক্ট বানাতে পারছে না। কোম্পানি তাদের ডাকে না, আমার কিছু করার নেই এখানে। আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত, থেমে নেই। শুধু বলেছিÑ ওই দুই মেথর যে কোম্পানিতে কাজ করবে সেখানে কাজ করবোনা। আজ বলছি, সেই সাইকো তিন নারী শিল্পীর সাথে যারা কাজ করবেন তাদের সাথে আমি নেই। এদের নিজের একক কোনো গান নেই। এরা অন্যের আলোয় শুধু জ¦লেই না, জ¦ালিয়েও দেয় ।

কপাল ভালো নিজের প্রোডাকশনের বাইরে আমি আজ পযন্তÍ একটি গান কপিরাইট করিনি। শুধু যে গান গেয়েছি সে গানে কণ্ঠ দেয়ার কারণে অটো রাইট আমার থাকেই। এই হিসেবে গীতিকার সুরকার কোম্পানি সহশিল্পী সবার রাইট সমুন্নত আছে। আমার দিকে আঙ্গুল তোলার সুযোগ নেই কারো। ঝামেলাবিহীন থাকতে চাই, আমাকে এসবের মধ্যে খামোখাই টানাটানি করা হয়। আমি কোনো সংগঠনের সাথে নেই, জড়াবোও না। নিজের কাজ নিয়েই ব্যস্তÍ আছি। এখন থেকে প্লিজ কোনো ধরনের অনুরোধ নিয়ে আসবেন না আমার কাছে। আমার রাস্তায় আমি আছি। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর মতো যোগ্য অভিযাত্রী আমি নই।

আত্মসম্মান জ্ঞান বজায় রেখে কাজ করে যাচ্ছি শুরু থেকে। আমার জীবনে আমি কখনো কোন পত্রিকা বা চ্যানেলকে নিজের প্রচারের জন্য অনুরোধ করিনি, কোনো প্রযোজনা প্রতিষ্ঠানকেও না। কার সুরে, কার লেখায় গাইবো, এটা একান্তই আমার ইচ্ছা। ২০০১ সাল থেকে আমার গান যারা বানিয়েছেন, তাদের হাতড়াতে হবে আমি ছাড়া অন্য শিল্পীর গাওয়া হিট গান কোনটা আছে। আমি এখনো কাজ করে যাচ্ছি, কাজের মাধ্যমেই নিজেকে অতিক্রম করার চেষ্টায় থাকবো বারবার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়