শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংকটে বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির মানচিত্র, ক্ষমতা পাকাপোক্ত করছেন একনায়করা

আসিফুজ্জামান পৃথিল : [২] যুক্তরাষ্ট্রের বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির ভালোই ফায়দা নিচ্ছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া ও শি জিন পিং এর চীন। সিএনএন

[৩] বিশেষজ্ঞরা বলছেন, নিজ দেশে শি ও পুতিনের ক্ষমতা বাড়ার পেছনে এককভাবে অবদান আছে ডোনাল্ড ট্রাম্পের। তিনি বৈশ্বিক রাজনীতিকে এতোটাই ঘোলাটে করে তুলেছেন, এই দুজনের দিকে আর কেউ নজর দেয়ার সুযোগ পায়নি।

[৪] প্রায় নিশ্চিতভাবেই বলা যায়, ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসের শেষ কয়মাস কাটাচ্ছেন। এরমধ্যেই প্রায় আজীবনের জন্য ক্ষমতা পাকাপোক্ত করে ফেলেছেন পুতিন। তাকে ২০৩৬ সালের আগে আর ক্ষমতা থেকে সরানো যাবে না। যখন তার বয়স হবে প্রায় ৮০।

[৫] চীন সামরিক শক্তি ব্যবহার করে আঞ্চলিক ক্ষমতা বৃদ্ধি করতে চায়। সেই লক্ষ্যে দক্ষিণ চীন সাগর আর দক্ষিণ তিব্বত এলাকায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে। প্রস্তুতি চালাচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধের। কয়েক বছর আগেই নিজেকে আজীবনের প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শি জিন পিং।

[৬] বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ এর মতো বড় সমস্যার সময়ে যুক্তরাষ্ট্রকে পাশে পায়নি বিশ্ব। নিজেদের অবস্থাই তাদের এতো লেজেগোবরে ছিলো, বিশ্বকে নেতৃত্ব দেয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। ফলে বন্ধুহীন হয়ে পড়েছে দেশটি। এরই সুযোগ নেবে স্ট্রংম্যানরা বলে মনে করছেন তারা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়