শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীর চোখ উপড়ে দিল মাদক ব্যবসায়ী স্বামী

টাঙ্গাইল প্রতিনিধি: [২] রোববার উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা চৌধুরীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহত আঁখি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। অভিযুক্ত ফারুক হোসাইন, মির্জাপুর উপজেলার বুসুন্দী গ্রামের আব্দুল রহমানের ছেলে।

[৩] ফারুক রোববার ভোররাতে আঁখি আক্তারের বাবার বাড়ির সিঁধ কেটে ঘরে প্রবেশ করে কাঁচি দিয়ে আঁখির চোখে আঘাত করে পালিয়ে যায়। আঁখির চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

[৪] আঁখি আক্তারের পরিবার জানায়, সাত বছর আগে মির্জাপুর উপজেলার বুসুন্দী গ্রামের আব্দুল রহমানের ছেলে ফারুক হোসাইনের সঙ্গে আঁখি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিলো। তাদের সংসারে দুই বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।

[৫] ফারুকের বাবা বিদেশ থাকেন। ফারুক ও তার মা মাদক ব্যবসায় জড়িত। পরবর্তীতে ফারুক তার স্ত্রী আঁখি আক্তারকে মাদক বিক্রি করতে বলে। আঁখি সেটা অস্বীকার করলে তার ওপর নির্যাতন শুরু হয়। নির্যাতন সইতে না পেরে কয়েক বছর আগে আঁখি বাবার বাড়ি চলে আসে। পরবর্তীতে পারিবারিকভাবে বিরোধ মীমাংসা করে আঁখি আক্তারকে আবার ফারুকের বাড়ি পাঠানো হয়। কিন্তু তারপরও ফারুক তার স্ত্রীকে মাদক বিক্রির জন্য চাপ দিতে থাকে। আঁখি আক্তার রাজি না হওয়া আবারও নির্যাতন শুরু হয়। গত এক বছর আগে ফারুকের কাছ থেকে আঁখি চলে এসে গাজীপুরে এক গার্মেন্টস চাকরি নেয়। সেখানেও তাকে ফোন করে চোখ উপড়ে ফেলাসহ প্রাণনাশের হুমকি দেয় ফারুক। গত রমজান মাসে ফারুক গাজীপুরে আঁখির বাসায় গিয়ে ছুরি দিয়ে এলোপাথারী কুপিয়ে আঁখিকে মারাত্মক আহত করে। ওই ঘটনায় গাজীপুর সদর থানায় এক সাধারণ ডায়েরীও করা হয়। তার পর থেকে একাধিকবার মোবাইল ফোনে আঁখি ও তার পরিবারের সদস্যদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ফারুক।

[৬] কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, ঘটনা জানতে পেরে সেখানে একজন এসআইকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়