শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও হত্যা বন্ধে বিজিবি’র বিশেষ উদ্যোগ গ্রহণ

ইসমাঈল ইমু: [২] সিলেট সীমান্তে ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল জানান, গত ২৩ মে থেকে এ পর্যন্ত গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী জনসাধারণ গরু ও সুপারি চোরাচালান, আনারস, কাঁঠাল চুরি ইত্যাদি কারণে ভারতে প্রবেশের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

[৩] গত ৩ মাসে এ জাতীয় অপরাধের কারণে ভারতীয় খাসিয়া নাগরিক এবং বিএসএফের গুলিতে সীমান্ত এলাকার ৮ জন আহত এবং ৪ বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। এ প্রেক্ষিতে সীমান্ত দিয়ে নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি'র জনসচেতনতামূলক কর্মকান্ড এবং টহলদারী ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

[৪] এগুলোর মধ্যে রয়েছে, স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ। সীমান্ত হত্যার ব্যাপারে প্রতিপক্ষ বিএসএফকে নিন্দামূলক প্রতিবাদলিপি প্রেরণসহ অপরাধী/হত্যাকারী খাসিয়া নাগরিকদের আইনের আওতায় আনার ব্যাপারে তাগাদা প্রদান এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

[৫] অনুপ্রবেশ রোধ নিরুৎসাহিত করার জন্য সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে স্বাবলম্বী করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিসহ এনজিও সমূহকে সম্পৃক্ত করার পদক্ষেপ আরো জোরদার করা হচ্ছে। এছাড়া করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা ও অর্থনৈতিক কর্মকান্ড হ্রাসের ফলে সীমান্ত এলাকার জনসাধারণ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে।

[৬] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিজিবি সিলেট সেক্টর এর উদ্যোগে সিলেট জেলার সীমান্তে অসহায় ও হতদরিদ্র জনসাধারণের বিকল্প আয়ের উৎস হিসেবে ‘আলোকিত সীমান্ত’ প্রকল্পের আওতায় হতদরিদ্র জনসাধারণের মধ্য হতে আগ্রহী জনসাধারণকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে উদ্যোক্তা নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়