শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউন প্রত্যাহারের পর ব্রিটেনে প্রথম বিয়ে হল কঠিন শারীরিক দূরত্ব মেনে

রাশিদ রিয়াজ : ব্রিটেনের লিডসে সেন্ট জর্জ চার্চে এমন বিয়ে এর আগে হয়নি। একেবারে হাতে গোনা আমন্ত্রিত অতিথির জন্যে নির্দিষ্ট আসনে তাদের নাম পর্যন্ত লেখা ছিল। চার্চটিতে বিশুদ্ধকরণ অভিযান শেষ করা হয় আগেই। নির্ধারিত কয়েকটি গেট দিয়ে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করে অতিথিরা ভেতরে প্রবেশের সুযোগ পান। আর প্রত্যক্ষদর্শী হিসেবে খাতায় অতিথিরা ভিন্নভিন্ন কলমে স্বাক্ষর করেন। হিদার ম্যাকল্যারেন ও টম হল প্রথম দম্পতি যারা লকডাউন প্রত্যাহারের পর বিয়ে করার সুযোগ পান।

এই দম্পতি গত বছর বিয়ের পরিকল্পনা করেন। একেবারে পারিবারিক সদস্য ও ঘনিষ্ট বন্ধুদের আমন্ত্রণ জানানো হয় বিয়েতে। বিয়ের আয়োজন নিয়ে তাদের মধ্যে অনিশ্চয়তা দেখা গিয়েছিল। প্রথমে তারা ১২০ জন অতিথিকে আমন্ত্রণ দেবেন বলে ঠিক করেন। কিন্তু কোভিড পরিস্থিতিতে তা মাত্র ১৯ জনে নামিয়ে আনা হয়। ওয়েবক্যামে বাকিরা এ বিয়ের অনুষ্ঠান দেখার সুযোগ পান।

এই দম্পতি জানান, এভাবে বিয়ের পরিকল্পনা ছিল না, পরিস্থিতিতে তা বিশেষ হয়ে দাঁড়িয়েছে। সবারকাছেই বিয়ে স্মরণীয় কিন্তু কোভিডে এমন বিয়ে আরো স্মরণীয় হয়ে থাকবে। ওরা এই চার্চে নিয়মিত প্রার্থনায় মিলিত হতেন। দুদিন আগেও ওরা অনিশ্চয়তায় ছিলেন আর এখন সব অনিশ্চয়তা কাটিয়ে তারা দম্পতিতে পরিণত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়