শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড রুখতে মসজিদে অত্যাধুনিক স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা, বিনামূল্যে ওষুধ সরবারহ

ইসমাঈল আযহার : [২] কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আগেই শামিল হয়েছে ভারতের বিভিন্ন মসজিদ। লকডাউন বিধি মেনে চলে মসজিদ কর্তৃপক্ষগুলো ভারতে নজির সৃষ্টি করেছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নানা উপযোগী ব্যবস্থারও তারা আয়োজন করছে। এমনই একটি মসজিদ হায়দরাবাদের এন এস কুন্তার মসজিদ-এ-ইশহাক।

[৩] এই মসজিদে একটি অত্যাধুনিক স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠা করা হয়েছে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে। বস্তির অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্যই মূলত এই স্বাস্থ্যকেন্দ্র। আগে থেকেই এটি চালু থাকলেও কোভিড-১৯ পিরিয়ডে এটির কাজ বন্ধ ছিল। এটি ফের চালু করা হয়েছে আনলক ওয়ানে।

[৪] স্বাস্থ্যকেন্দ্রটি করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। শহরে কোভিড-১৯ শনাক্ত বাড়তে থাকায় এমন একটি ক্লিনিকের দরকার হয়ে পড়ছিল যা রোগী, ডাক্তার ও স্টাফদের জন্য নিরাপদ। বিভিন্ন রোগের চিকিৎসার সঙ্গে সঙ্গে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে মসজিদের এই হেলথ সেন্টারে।

[৫] হোম আইসোলেশনে কীভাবে যত্ন নিতে হবে, তার পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা। করোনার কোনও সন্দেহজনক কেস থাকলে সেগুলিকে দ্রুত রেফার করার ব্যবস্থা করা হয়েছে এই মসজিদ কেন্দ্রিক স্বাস্থ্য কেন্দ্রে। কোভিড-১৯’এর জন্য বিনামূল্যে ওষুধেরও ব্যবস্থা করেছে মসজিদ কর্তৃপক্ষ। দেওয়া হচ্ছে স্যানিটাইজার ও মাস্ক।

[৫] হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের মুজতবা হাসান আসকারি জানান, অতি মহামারি বাড়তে থাকার সঙ্গে সঙ্গে ডাক্তার, স্টাফ ও রোগীদের নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কোভিড-১৯ এর বিপদ ক্রমশ বেড়েই চলেছে। কোভিড-১৯ বিরোধী চিকিৎসায় আমরা একটি মডেল খাড়া করার চেষ্টা করেছি। সাড়াও পাচ্ছি ভালো যা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। মসজিদে স্বাস্থ্যসেবা দেওয়া যায় তার প্রমাণ হায়দরাবাদের এই হেলথ সেন্টার। সূত্র: পুবের কলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়