শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা থেকে শারজাহ্ গেল এয়ার আরাবিয়া, বুধবার দ্বিতীয় ফ্লাইট

ওবায়দুল হক, আমিরাত : [২] প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর ঢাকা রুটে ফ্লাইট চালু করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান প্রতিষ্ঠান এয়ার আরাবিয়া ।

[৩] শুক্রবার (৩ জুলাই ) মধ্যরাতে তাদের প্রথম ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় , শুক্রবার মধ্যরাতে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট শারজাহ থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসে। ফের যাত্রী নিয়ে শারজাহ বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ফ্লাইটটি। আগামী বুধবার আবার আসবে দ্বিতীয় ফ্লাইট। নিরাপদে শারজাহ পৌঁছতে পেরে যাত্রীরা এয়ার এরাবিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ।

[৪] বিধি বিধান মেনে ফ্লাইটে যাত্রী উঠেয়েছে। ফ্লাইটে উঠার আগে বিমানবন্দরে সব যাত্রীকে মাস্ক, হ্যান্ড সেনিডাইজারসহ অন্যান্য নিরাপত্তা সামগ্রী দিয়েছেন। এর আগে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে ফ্লাইট চলাচলের অনুমতি চাইলে ১ জুলাই থেকে তাদের অনুমতি দেয়া হয় ।

[৫] এদিকে অনুমতি পেয়েও ৩ থেকে ৭ জুলাইয়ের ফ্লাইট বাতিল করেছে, তার্কিশ এয়ারলাইনস।

[৬] এরআগে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘােষণা দিয়েছিল বেবিচক। এরপর একটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় । এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ ও ৩০ এপ্রিল, ৭, ১৬ ও ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানাে হয়। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়