শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশেষ আইনের মামলায় তামাদি মেয়াদ নিয়ে জটিলতা

নূর মোহাম্মদ : [২] কোভিডের কারণে গত ২৯ মার্চ থেকে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। ৯ মে রাষ্ট্রপতি ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য অধ্যাদেশ জারি করেন। এরপর ১০ মে সুপ্রিম কোর্ট থেকে উচ্চ আদালত এবং নিম্ন আদালতের জন্য পৃথক প্র্যাকটিস নির্দেশনা জারি করা হয়।

[৩] কিন্তু কোন নির্দেশনায় বিভিন্ন আইনে মামলা এবং অন্যান্য দরখাস্ত দায়েরের তামাদির বাধ্যবাধকতা সম্পর্কে কিছুই উল্লেখ নেই। ৭ জুন সুপ্রিম কোর্ট থেকে এনআই অ্যাক্টের মামলা ও আপিল দায়েরের নির্দেশনা দেওয়া হয়। এরপর বিভিন্ন বার ও ম্যাজিস্ট্রেট আদালত থেকেও এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

[৪] তামাদি আইনের ৪ ধারা মোতাবেক আদালত বন্ধ থাকাবস্থায় তামাদি মেয়াদ অতিক্রম করলে আদালত খোলার প্রথম দিন অাবেদন দায়ের করা যায়। তবে আদালতের স্বাভাবিক কাজ চালু না হওয়ার মধ্যেই এনআই অ্যাক্টের মামলা দায়েরের নির্দেশনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অন্যান্য বিষয়ে কোন কিছু উল্লেখ না থাকায় তামাদির মেয়াদ পার হওয়ার মামলা দায়ের নিয়ে প্রশ্ন উঠেছে।

[৫] উল্লেখ্য, বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি মেয়াদ মওকুফ না করতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত রয়েছে। এ বিষয়টি জেনারেল ক্লজেজ অ্যাক্টের ১০ ধারাতেও বলা আছে। এদিকে তামাদির মেয়াদ বিষয়ে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নোটিশ দিয়েছিলেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির। তবে এখনো এ বিষয়ে কোন নির্দেশনা জারি হয়নি।

[৬] সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ অাইনজীবী খুরশিদ আলম খান বলেন, বিশেষ অাইনসহ সব ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য হবে। মামলা দায়েরের পর আইনজীবী বললে অাদালত তা গ্রহণ করে নিবে। সেটা অাদালতের দায়িত্ব।

[৭] সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, তামাদি অাইনে নিয়মিত কোর্টের কথা বলা আছে। এখন করোনার কারনে নিয়মিত কোর্ট বন্ধ রয়েছে। এনআই অ্যাক্টের ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছে, তার মানে অন্য মামলা তামাদি দ্বারা বারিত হবে এমনটি নয়। এখানে সুপ্রিম কোর্ট একটি ব্যাখ্যা দিতে পারে। তবে নিয়মিত আদালত খোলার পর কোন বিচারক মামলা গ্রহণ করতে না চাইলে হাইকোর্টে অাসলে তখনও ব্যাখ্যা আসতে পারে।

[৮] নোটিশ প্রধানকারী আইনজীবী শিশির মনির বলেন, বিশেষ আইনের অধীন দায়েরকৃত মামলার ক্ষেত্রে কোন আদালত তামাদি মওকুফ করতে পারে না। বিচারিক শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায় বিচারের সার্থে সুপ্রিম কোর্ট থেকে তামাদি মামলার ক্ষেত্রে একটি সুস্পষ্ট নির্দেশনা প্রদান জরুরি।

[৯] তবে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান বলেন, নিম্ন অাদালতের মামলার সঙ্গে আপিল দায়েরের কথাও সার্কুলারে বলা আছে। এখন সবই ফাইল হচ্ছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়