শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়া কাপের জন্য ঝুলে আছে টাইগারদের অনুশীলন ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি : [২] দফায় দফায় বৈঠক করার পরও করোনাভাইরাসের কারণে এখনও ঝুলে আছে এশিয়া কাপ আয়োজনের ভাগ্য। এদিকে এশিয়া কাপের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত হলেই টাইগারদের অনুশীলন ক্যাম্প নিয়ে সিদ্ধান্ত নিবে বিসিবি।

[৩] কয়েক দফায় বৈঠক করলেও এখনও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ৯ জুলাই (বৃহস্পতিবার) আবারও বৈঠকে বসবে সদস্য দেশগুলোর বোর্ড কর্তারা। আশা করা যাচ্ছে সেদিন কোন না কোন সিদ্ধান্তে পোঁছাবে এসিসি। সেদিন বৈঠকে টুর্নামেন্ট আয়োজনের জন্য সবুজ সংকেত মিললেই সাদা বলের ক্রিকেটের জন্য অনুশীলন ক্যাম্প শুরু করবে বিসিবি।

[৪] শনিবার ৪ জুলাই ক্রিকেটভিত্তিজ ওয়েবসাইট ক্রিকবাজের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

[৫] তিনি জানিয়েছেন, এসিসি যদি সিদ্ধান্ত নেয় যে এশিয়া কাপ হবে তাহলে আমরা ২৪ সদস্যের দল নিয়ে অনুশীলন ক্যাম্প করবো। আর যদি এসিসি জানায় এশিয়া কাপ সম্ভব নয় তাহলে আমরা ৩৭ ক্রিকেটার নিয়ে ফিটনেস শুরু ক্যাম্প করবো। তিনি বলেন, ‘৯ জুলাই একটি সভা আছে, ওই বৈঠক শেষে টুর্নামেন্ট সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। এশিয়া কাপ হলে জুলাই-আগস্টে সাদা বলের জন্য আমরা ২৪ সদস্যের দল নির্বাচন করবো। আর এশিয়া কাপ যদি না হয় তাহলে ৩৭ জন ক্রিকেটার নিয়ে প্রাথমিকভাবে ফিটনেস ক্যাম্প করবো।’

[৬] তিনি আরও বলেন, ‘ক্রিকেটাররা প্রায় চার মাস ধরে খেলার বাহিরে আছে তাই, আমরা ক্রিকেট শুরু করার আগে অন্য যে কোন কিছুর চেয়ে ফিটনেসে বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছি। তিন সপ্তাহের ফিটনের ক্যাম্প শেষে আমরা অনুশীলন ক্যাম্প করবো।’

[৭] অনুশীলন ক্যাম্প কিংবা ফিটনেস ক্যাম্প শুরু করার আগে মেডিকেল টিমের কাছে পরামর্শ নিবেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা মেডিকেল বোর্ডের পরামর্শ নিবো কারণ তারাও এই ক্যাম্পের সাথে জড়িত থাকবে। ক্যাম্পে থাকা ক্রিকেটাররা তিনটি অংশে বিভক্ত হয়ে সেশন অনুযায়ী অনুশীলন করতে পারবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়